আল শাহারিয়া (ইংরেজিঃ Al Sharia) একজন কবি‚ গীতিকার ও গল্পকার। ২০০২ সালের সাত-ই এপ্রিল তিনি খুলনায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠা খুলনা অঞ্চলে-ই। কবিতা লেখার শুরু প্রায় পনেরো বছর বয়স থেকে।

বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলজীবন শেষ করে বর্তমানে সরকারি সুন্দরবন আদর্শ কলেজে অধ্যয়নরত আছেন।

তাঁর লেখায় শহুরে সংস্কৃতির ছোঁয়া বেশ স্পষ্টভাবে-ই পাওয়া যায়। নিজের যাপিত জীবন তাঁকে লেখালেখিতে যুক্ত করেছে। তিনি তাঁর লেখনীতে নিজের যাপিত জীবন, চিন্তা-ভাবনা তুলে ধরতে ভালোবাসেন। তিনি বিভিন্ন অনলাইন পত্রিকা এবং সাইটে লেখালেখি করেন।

আল শাহারিয়া

২০২০ সালে বাংলাদেশের অন্যতম অনলাইন প্রকাশনা প্লাটফর্ম ‘বইটই‘-এ তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘এই রক্তজবা তোমার আমার’ প্রকাশিত হয়। কাব্যগ্রন্থে ৪০ টি কবিতা প্রকাশিত হয়। এটি ছিলো তাঁর প্রথম প্রকাশ। এছাড়া বিভিন্ন প্লাটফর্মে তিনি কবিতা ও গল্প প্রকাশ করে থাকেন। বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি এবং কবিতার বিষয়ে কথোপকথনে তিনি বলেন‚ “দেখুন‚ কবিতা কে কিভাবে লিখবে এটা তাঁর ব্যাপার।

কবিতার রূপ বদলেছে‚ বদলাবে। নতুন ধারার কবিতা আসা‚ নতুন কবির উত্থান খুব ভালো দিক। কবি’র মধ্যে আকাশচুম্বী আত্মবিশ্বাস না থাকলেও শহরের সবচেয়ে উঁচু ফ্লাট-বাড়ির ছাদের উচ্চতার সমান আত্মবিশ্বাস থাকা জরুরি। কবি নিজের আত্মবিশ্বাসের জোরে পুরো মহাপৃথিবী গ্রাস করে নেয় নিজের কলমের ডগায়। আর মিউজিক ইন্ডাস্ট্রি তেলবাজিতে ব্যস্ত অনেকটা।

আবার অনেক ভালো কাজও হচ্ছে। কিন্তু‚ অপ্রয়োজনীয় কথোপকথন বা কন্টাক্ট বেশি করা হয়। আমার কাছ থেকে অনেকেই এ পর্যন্ত লিরিক নিয়ে আর যোগাযোগ করেনি। লিরিকটা আদেও নিয়েছে কি-না সেটাও নিশ্চিত করেনি। ভাবটা এমন যেন, নতুন গীতিকার পেয়েছি একটু বাজিয়ে দেখি। আবার অনেকেই লিরিক নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এটাকে পজিটিভভাবে নিচ্ছি। গানের কাজ করতে সময় লাগে। কিন্তু‚ যোগাযোগ রক্ষাও জরুরি।”

আল শাহারিয়া সামাজিক মাধ্যমে