“আলো” নাটকে মেহজাবিনের সহশিল্পী বশেমুরবিপ্রবির মামুন আব্দুল্লাহ

আলো নাটক অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

এই নাটকে মেহজাবিন একজন নারী ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। এমনিতেই ট্রাফিক পুলিশে চাকরি করা অনেক চ্যালেঞ্জিং, আবার যদি সে নারী হয় সেটা আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এসব বিষয় তিনি খুব সুক্ষ্ম ভাবে ফুটিয়ে তুলেছেন।

কিন্তু মেহজাবিনের সহশিল্পী হিসেবে বশেরমুরিপ্রবির গণিত বিভাগের মামুন আব্দুল্লাহ যে সুযোগ পেয়েছে, সেটা অনেকের অজানা।

আপনি ১২ মিনিটের পর দেখতে পাবেন মামুন আব্দুল্লাহ কে। মেহজাবিন যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছিল, তখন মিঃ মামুন রাস্তার পাশে মেহজাবিনের দিকে তাকিয়ে আছে। ক্যামেরাম্যান খুব সুক্ষ্মভাবে মামুন আব্দুল্লাহ কে ফুটিয়ে তুলেছেন।

এ ব্যাপারে, মামুন আব্দুল্লাহ কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “মেহজাবিনের সাথে কাজ করতে পেরে খুবই উচ্ছ্বসিত। যদিও সরাসরি কথা হয় নি। এবার না হয় একটা ক্ষুদ্র চরিত্রে অভিনয় করেছি রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে। সামনে আরও বড় কাজ করতে চাই।”

দর্শক মামুন আব্দুল্লাহ কে আরও বড় পরিসরে দেখতে চায় বাংলা নাটকে।

মামুন আব্দুল্লাহ
“আলো” নাটকে বশেমুরবিপ্রবির মামুন আব্দুল্লাহ

আরও পড়ুন

Leave a Reply