বশেমুরবিপ্রবি ক্রিকেট টুর্নামেন্টে ইইই হারিয়ে গণিত বিভাগের ঐতিহাসিক জয়

বশেমুরবিপ্রবি(বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এ ক্রিকেট টুর্নামেন্টে ইইই হারিয়ে গণিত বিভাগের ঐতিহাসিক জয় পেয়েছে।

এই নিয়ে বশেমুরবিপ্রবি তে ক্রিকেট ও ফুটবল দুইটাই চ্যাম্পিয়ন হল গণিত বিভাগ।

এর আগে ইইই এর সাথে গণিত ফাইনাল হয়েছিল। সেবার ইইই বিভাগ জয় লাভ করেছিল।

বশেমুরবিপ্রবি
ভিসি স্যারের কাছ থেকে ট্রফি গ্রহণ

এবার যেন সেই জয়েরই প্রতিশোধ নিল গণিত বিভাগ। গণিত বিভাগ বশেমুরবিপ্রবি তে একটা প্রতিষ্ঠিত বিভাগ। বিশ্ববিদ্যালয়ের জন্ম লগ্ন থেকে এই বিভাগের যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয়ের নানা কর্মকাণ্ডে গণিত বিভাগের অংশগ্রহণ রয়েছে সেই শুরুর লগ্ন থেকে।

দশ ওভারের এই খেলায় গণিত বিভাগ টসে জিতে ফিল্ডিং এ পাঠায় ইইই বিভাগকে। ব্যাট করতে নেমে ইইই বিভাগ ৯১ রান সংগ্রহ করে। ইইই বিভাগের সর্বোচ্চ আল আমিন ও নাসির যথাক্রমে ২৪ ও ২৩ রান করে।

৯২ রানের লক্ষ্যে গণিত বিভাগ ব্যাট করতে নেমে শুরুর বিপর্যয়ের ভিতর পড়ে। শুরু দিকে তারা উইকেট হারায়। এরপর মুনাজাত(২২ রান) ও আরাফাত (২৪ রান) এর হাত ধরে তিন উইকেট হাতে থাকতেই জয়ের দ্বারে পৌছে যায়।

খেলায় ম্যান অব ম্যাচ হয়েছে গণিত বিভাগের মুহিব এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট মার্কেটিং বিভাগের নাইম।

চেয়ারম্যান স্যার ও সিরাজুল ইসলাম স্যারের সাথে খেলোয়াড়েরা

Leave a Reply