১০ম বিসিএসের প্রশ্ন ও সমাধান

এখানে ১০ম বিসিএসের প্রশ্ন ও সমাধান দেয়া হয়েছে। আপনি চাইলে এখান থেকে পড়তে পারেন যেটা আপনাকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আরও দক্ষ হতে সাহায্য করবে।

বিসিএস বাংলাদেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রতি বছর এখানে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে, কিন্তু সিট সংখ্যা দু হাজারের আশেপাশে। তো বোঝায় যাচ্ছে কত প্রতিদ্বন্দ্বী থাকে এখানে। আশা করি, ১০ম বিসিএসের প্রশ্ন ও উত্তর আপনাকে অল্প কিছু পরিমাণ হলেও সাহায্য করবে।

১০ম বিসিএসের প্রশ্ন ও সমাধান

#1. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল –

#2. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দী ছিল –

#3. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬ তাদের লসাগু ৯৬ হলে গ.সা.গু কত?

#4. Choose the correct alternative to correct the sentence. ‘He ………. to see us if he had been able to do’.

#5. Who is author of ‘India wins freedom’?

#6. a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত ?

#7. ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?

#8. Choose the correct sentence –

#9. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচিয়তা –

সঠিক উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী

#10. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা —

#11. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –

#12. বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দুটি কিসের ?

#13. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?

#14. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতবাদ’?

#15. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয় তবে ক্ষেত্রফল হবে –

#16. নিচের কোন সংখ্যাটি মৌলিক?

#17. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত ?

#18. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?

সঠিক উত্তরঃ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

#19. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয় ?

সঠিক উত্তরঃ মাথা খাটিয়ে কাজ করবে

#20. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?

#21. মাছ অক্সিজেন নেয় –

#22. I am not bad_______ tennis.

#23. What kind noun is “Cattle”?

#24. Who is the author of ‘Animal Firm’?

#25. শুদ্ধ বানান কোনটি ?

#26. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত –

#27. What kind of noun is girl ?

#28. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?

#29. IMF এর সদর দপ্তর কোথায়?

#30. কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে । যদি ঐ নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত ?

#31. ‘কবর’ নাটক কার রচনা?

#32. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?

#33. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?

#34. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় –

#35. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় –

#36. সার্কের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়—-

#37. জলজ উদ্ভিদ সহজে ভাসার কারণ—

#38. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?

#39. . Choose the appropriate alternative to complete the sentence. “He had a _______ of fever”.

#40. যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় তা হল –

#41. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ?

#42. পিএলও(PLO)-এর সদর দপ্তর হল –

#43. বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা –

#44. সংকর ধাতু পিতলের উপাদান ?

#45. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-

#46. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?

#47. প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি। কারণ—-

#48. ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?

#49. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

#50. ‘আনারস’ ও ‘চাবি’ শব্দ দু’টি বাংলা ভাষা গ্রহণ করেছে –

#51. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?

#52. (0.1 x .01 x .001)/(0.2 x .02 x .002) এর মান কত ?

#53. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন –

#54. যদি (x-5)(a+x) = x^2-25 হয়, তবে a এর মান কত ?

#55. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ কছরে সুদে-আসলে তিনগুণ হবে ?

#56. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় ?

#57. গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?

#58. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?

#59. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ , ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?

#60. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল –

#61. হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল—-

#62. Who is the author of ‘A Farewell to Arms’?

#63. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল?

#64. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?

#65. a+b+c= 0 হলে a^3+b^3+c^3 এর মান কত ?

#66. What is the synonym of ‘competent’?

#67. বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?

#68. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে –

#69. What is the meaning of ‘White Elephant’?

#70. কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম –

#71. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?

#72. ক্রিয়াপদের মূল অংশকে বলে—

#73. ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি –

#74. ‘উভয়কুল রক্ষা’ অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি ?

সঠিক উত্তরঃ সাপও মরে, লাঠিও না ভাঙ্গে 

#75. সাধারণ ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে রয়েছে –

#76. টাকায় তিনটি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ —

#77. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে –

#78. Choose the correct sentence –

#79. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যায় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়ে ছিল ?

#80. শুদ্ধ বাক্য কোনটি?

সঠিক উত্তরঃ দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

#81. কোনটি তদ্ভব শব্দ ?

#82. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত –

#83. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ –

#84. পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?

#85. ত্রিভুজ ABC-এর BE=FE=CF. ABC এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ -এর ক্ষেত্রফল কত বর্গফুট?

#86. বাংলায় কুরআন শরিফের প্রথম অনুবাদক কে ?

#87. Choose the correct answer. How long did you wait?

#88. বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে –

#89. ‘অগ্নিশ্বর’, ‘কানাইবাসী’, ‘মোহনবাঁসী’ ও ‘বীটজব’ কী জাতীয় ফলের নাম ?

#90. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে-

#91. What is synonym of ‘Jovial’?

#92. ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত ?

#93. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?

#94. নবায়নযোগ্য শক্তির উৎস –

#95. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় –

#96. Choose the correct sentence –

#97. What is antonym of ‘Gentle’?

#98. যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে –

#99. পূর্বাশা দ্বীপের অপর নাম –

Finish

আরও পড়তে পারেন

Leave a Reply