১৫ই আগস্ট, আমার কাছে একটা হতাশার নাম

১৫ই আগস্ট,১৯৭৫। বাঙালি জাতির জন্য এক অন্ধকারময় তারিখ। এদিন সপরিবারে হত্যা করা হয়েছিল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই কালো দিনের স্মরণে কবিতা লিখেছেন সত্যব্রত বিশ্বাস বাপ্পি

১৫ই আগস্ট, আমার কাছে একটা হতাশার নাম

১৫ই আগস্ট !
আমার কাছে একটা হতাশার নাম। একটা লজ্জায় লাল হয়ে আধাঁরে মুখ ঢেকে রাখার দিন।
এই দিনটা জানিয়ে দেয় জাতি হিসাবে কতটা ব্যর্থ আমরা, কতটা ঐক্য হীন, কতটা সাহস হীন।
কর্নেল ফারুক যখন মিশরের দেওয়া দুইটা ট্রাংক দিয়ে শেরে বাংলা নগরে রক্ষীবাহিনীর হেডকোয়ার্টার ঘিরে ফেলে,
অস্ত্রধারী কাপুরুষেরা তখন নিশ্চুপ ছিল।
পিতাকে বাঁচাতে বুকের বারুদ সেদিন কারোরই জ্বলেনি।
আমার পিতার বুকে বুলেটের আওয়াজ তারা শুনেছে বন্দী পাখিদের মত।
অথচ একটা কামানেও ছিলনা কোন গোলাবারুদ।
মিশরের প্রধানমন্ত্রী সেদিন শুধু ট্রাংক দিয়েছিলেন, গোলা বারুদ নয়।

কাল ও শোকসভায় অনেক মুখোশধারী জানোয়ার আসবে, অশ্রু ভেজার ছল করবে,
“জয় বাংলা”র মিথ্যা স্লোগানে আকাশ কাঁপিয়ে তুলবে।অথচ এইসব স্লোগানে আমি হতাশ হই,আমার পিতার নিরুপায় মুখ ভেসে ওঠে।
১৫ই আগস্ট, আমার কাছে একটা হতাশার নাম

১৫ই আগস্ট, আমার কাছে একটা হতাশার নাম

আরও পড়ুন

Leave a Reply