তেজস্ক্রিয়তা -আল শাহারিয়া

তেজস্ক্রিয়তা আল শাহারিয়ার লেখা কবিতা। পুরো কবিতাটি নিচে দেয়া হল।

তেজস্ক্রিয়তা
-আল শাহারিয়া

পৃথিবীর আজ নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম‚
আমরা বেঁচে চলেছি ইচ্ছাতে অথবা অনিচ্ছায়‚
পৃথিবীর ফুসফুসে ধোঁয়া ওঠা ভাতের উত্তাপ জমা;
আমাদের দেখা হবে কোনো অনাবিষ্কৃত দ্বীপ বা গ্রহে।

তুমি ক্ষুদ্রপ্রাণ এক‚ পৃথিবী-দহনে নিয়েছো রাজার পাঠ‚
পৃথিবী মানে বাসভূমি তোমার‚ ঘর-বাড়ি-জীবন-চৌকাঠ।

ফ্যাকাশে অশূন্য আকাশে মেঘ হয়ে যায় বর্ণমালা‚
আমাদের রংধনুহীন দিনগুলো সব রাতের সমান;
অতীতের উজ্জ্বলতম নক্ষত্রমালা হারিয়েছে ঔজ্জ্বল্য
অনন্ত দৃশ্যমান মলিন রাত‚ আলোশূন্য আঁধার।

বৃক্ষহীন জনপদ যেন আশীর্বাদহীন নাগাসাকি‚
গলে যাওয়া বরফের দেশে ভেসে যায় আপন শহর;
প্রতিপত্তির ভিড়ে হৃদয় নগরী আজ শূন্য ব্যাবিলন
মিথ্যে বাঁচার লড়াইয়ে দেখো পৃথিবী ধ্বংসের বহর।

মানুষ-ই সবচেয়ে বেশি তেজস্ক্রিয়।

১৫.০৭.২০২১

Leave a Reply