২০২১ সালের সেরা ডোমেইন রেজিস্ট্রার কারা? এ নিয়ে একে অন্যের সাথের মতবিরোধ থাকতেই পারে। বিভিন্ন কোম্পানী বিভিন্ন মেট্রিকের উপর এই শ্রেণি বিন্যাস করে থাকে।
সম্প্রতি ফোর্বস ২০২১ সালের সেরা ডোমেইন রেজিস্ট্রার কারা, তা নিয়ে আর্টিকেল প্রকাশ করেছে। আমরা সে লিস্ট অনুযায়ী সেরা ডোমেইন রেজিস্ট্রারদের নিয়ে আলোচনা করবো।
ডোমেইন ছাড়া আমরা ইন্টারনেটকে আসলে ভাবতেই পারি না। ইন্টারনেট ব্যবহার করতে গেলে আমাদের ওয়েবসাইট দরকার। আর প্রত্যেক টা ওয়েবসাইটের একটা ঠিকানা দরকার। আর এই ঠিকানা টাই হচ্ছে ডোমাইন। আপনারা এই আর্টিকেলও একটা ওয়েবসাইটে পড়ছেন। এরও একটা ঠিকানা আছে। এটি হল bishwabidyalay.com
এই যে ফেসবুক, গুগল আমরা ব্যবহার করি। এই Facebook, Google একটা একটা ডোমেইন। আর শেষে যে .com থেকে এটা হচ্ছে এক্সটেনশন। পৃথিবীতে শত শত এক্সটেনশন আছে, এর ভিতর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে .com
২০২১ সালের সেরা ডোমেইন রেজিস্ট্রার (The Best Domain Registrars of 2021)
১. নেমচিপ.কম(NameCheap.com)
পৃথিবীতে যত ডোমেইন রেজিস্ট্রার কোম্পানী আছে, তাঁর ভিতর নেমচিপ অন্যতম সেরা। তাদের রেগুলার .com র দাম $8.88 এবং রিনিউ ফিস $12.98। তবে বিভিন্ন প্রমো কোড ব্যবহার করে এই দাম কমাতে পারেন। আসলে নেমচিপে সারা বছর কোন না কোন প্রমো চলে।
নেমচিপের সবচেয়ে বড় সুবিধা হল এর সাপোর্ট। এত সুন্দর সাপোর্ট অন্য কোন ডোমেইন রেজিস্ট্রারদের কাছে থেকে পাওয়া দুষ্কর। এছাড়া নেমচিপে রয়েছে বিনামূল্যে আজীবন Free WHOIS privacy।
২. ডোমেইন.কম (Domain.com)
ডোমেইন.কমও অন্যতম সেরা রেজিস্ট্রার। Domain.com এর .com র দাম $8.99 এবং রিনিউ ফিস $13.99। এখানে আপনি ফোন কলে সাপোর্ট পাবেন। তবে এতে Free WHOIS privacy নেই।
৩. গুগল ডোমেইন (Google Domains)
গুগল ডোমেইন খুবই স্বচ্ছ একটা রেজিস্ট্রার। এখানে দাম একটু বেশি। .com র দাম $12 এবং রিনিউ ফিস $12. বিনামূল্যে Free WHOIS privacy পাবেন গুগল ডোমেইন থেকে।
৪. ড্রিমহোস্ট (Dreamhost.com)
৫. হোভার (Hover.com)
৬. গোড্যাড্ডি (GoDaddy.com)
৭. ব্লুহোস্ট (BlueHost.com)
৮. হোস্টগেটর(HostGator.com)
৯. নেটওয়ার্ক সল্যুশনস (Network Solutions)
১০. বাই ডোমেইনস (BuyDomains.com)
আরও পড়ুন
