দেউলিয়া -সত্যব্রত বিশ্বাস বাপ্পি

দেউলিয়া
-সত্যব্রত বিশ্বাস বাপ্পি

এক একটা দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে,
এক একটা রাষ্ট্র পেটে চলে যাচ্ছে অন্য আরেকটা
বড় রাষ্ট্রের পেটে।
দেশ দেউলিয়া হলে সে দেশের ধনিক সম্প্রদায় কি ধনী রয়?
সে দেশের সংখ্যাগরিষ্ঠরা কি দেউলিয়া নয়?
সে দেশের আমলা,সরকারি চাকুরীজীবি, শ্রমিক,বেকার, প্রেমিক,অ-প্রমিক, নারীবাদী, মৌলবাদী,নাস্তিক সবাই দেউলিয়া হয়।

এই শিরায় শ্রেণীতত্ত্ব মিশে যাওয়া আজকাল সমাজে এককালে “দেউলিয়া ” শব্দটা দিয়ে একক ব্যক্তি কিংবা একক প্রতিষ্ঠান বুঝালেও এই প্রথম একটা রাষ্ট্র,একটা স্বাধীন, স্বার্বভৌম জাতির নামের আগে “দেউলিয়া ” ট্যাগ বসেছে।
এই বিষাক্ত একটা সমাজ “দেউলিয়া” নামক শব্দে এক হতে পেরেছে এটা বা কম কিসে ?
যার রক্ত,স্নায়ু,বীর্য,শিরা-উপশিরায় মিশেছে ধর্মীয় শ্রেণীবাদ।

বহুবছর আগেও আমিও একবার দেউলিয়া হয়েছিলাম,
তোমাকে হারিয়ে।
আমাকে আবার ঋণ দিয়েছিল নতুন প্রেমিকারা।

দেউলিয়া
কবি সত্যব্রত বিশ্বাস বাপ্পি

আরও পড়ুন

Leave a Reply