সিলেটে বন্যার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

সিলেটে ভয়াবহ বন্যায় পৌছে গেছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ টন খেজুর, ১০ টন চিড়া এবং ১০ হাজার লিটার মিনারেল ওয়াটার ও মেডিকেল ক্যাম্পের জন্য বিভিন্ন পদের ১৮ হাজার পিস ঔষধ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এসব এখন বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্তদের মাঝে বিতরণ করছেন।

সিলেটে বন্যার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন
সিলেটে সেনাবাহিনীর হাতে ত্রাণ সামগ্রী হস্তান্তর আস-সুন্নাহ ফাউন্ডেশন এর পক্ষ থেকে, ছবিঃ ফেসবুক

এছাড়াও ১ টন শিশুখাদ্য (গুড়ো দুধ), ২০টন খেজুর, ১০ টন চিড়া, আড়াই টন চিনি ও ১০ হাজার পিস মোমবাতি প্যাকেট করা হয়েছে। এগুলোও পাঠানো হবে সিলেটে। গাইবান্ধার মণ্ডল ফ্লাওয়ার মিলে চলছে ৫ টন ছাতু তৈরির প্রক্রিয়া। শীঘ্রই এগুলো বিতরণযোগ্য হবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশন এর ফেসবুক থেকে জানা যাচ্ছে, আরো ব্যাপকতরভাবে চাল, ডাল, আলু, তেল ইত্যাদির প্যাকেজ করা হবে ইন-শা-আল্লাহ এবং গরুর খাদ্যের জন্য ভুষি প্রস্তুত করা হচ্ছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশন বরাবরই মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। আপনিও শরীক হতে পারেন এই মহৎ উদ্যোগে। বিশ্বের নানা প্রান্ত থেকে পাঠাতে পারেন আপনার অর্থ।

অনুদান পাঠাতে নিম্নোক্ত যে কোন উপায় ব্যবহার করুন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের জরুরি বন্যা তহবিলে অনুদান পাঠাতে ক্লিক করুন:  https://assunnahfoundation.org/donate/flood

অথবা,

A/c Name: As Sunnah Foundation
A/c No.20502920202959613
Islami Bank Bangladesh Limited
Kanchpur Branch
SWIFT Code: IBBLBDDH
Routing: 125670823
Narayanganj

অথবা,

বিকাশ/ নগদ/ রকেট: 01408 506070 (পার্সোনাল, সেন্ডমানি করুন)

স্বেচ্ছাসেবকরা ত্রাণ সামগ্রী প্যাকেট করছেন, ছবিঃ ফেসবুক

আরও পড়ুন

Leave a Reply