হানাফী ফিকহ ফেসবুক গ্রুপ: জীবন সমস্যা নিরসনে কাজ করছেন একদল দক্ষ আলেম

ইসলাম কে বলা হয় কমপ্লিট কোড অব লাইফ। জীবনে সব প্রয়োজনে ইসলামের দিক-নির্দেশনা রয়েছে। জীবনে চলতে গেলে আমাদের বিভিন্ন মাসআলার প্রয়োজন হয়। আমরা সাধারণত বিভিন্ন আলেম-ওলামাদের কাছ থেকে এসব মাসআলা জানি।

আমাদের অনেক সময় দক্ষ আলেমদের কাছে যাওয়া সম্ভব হয় না। আবার গেলেও অনেক গোপন বিষয় নিয়ে কথা বলতে লজ্জাবোধ করি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সালাত, রোজা, হজ্ব, যাকাত, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, লেনদেন, নারী, বিবাহ শাদী, হালাল-হারাম, ওযু-গোসল, পাল-পবিত্রতা সহ নানা বিধ বিষয়ের সঠিক মাসয়ালা প্রয়োজন হয়।

এসব বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেয়ার জন্যে কাজ করে যাচ্ছে এ দেশের কিছু তরুণ আলেম। এই সেবা প্রদান করা হয় সাধারণত ফেসবুক গ্রুপের মাধ্যমে। এই গ্রুপ টার নাম হানাফী ফিকহ (Hanafi Fiqh)

আপনার একটা ফেসবুক আইডি থাকলে আপনি এখানে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আপনি যদি চান নিজের পরিচয় প্রকাশ না করে প্রশ্ন করবেন, সেই ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশের মানুষ যেহেতু অধিকাংশ হানাফী ফিকহ (Hanafi Fiqh) এর অনুসারী, সেহেতু এই গ্রুপ আপনার সমস্যা সমাধানের জন্য দারুন একটা প্লাটফর্ম হতে পারে।

গ্রুপটি ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এখন গ্রুপের সদস্যের সংখ্যা দুই লাখেরও অধিক। প্রশ্ন করার আগে আপনি একটু সার্চ দিয়ে দেখে নিবেন, এই জাতীয় প্রশ্নের সমাধান আগে থেকে করা আছে কি-না!

আশা করি, এই গ্রুপ আপনার জীবনের নানা সমস্যা সমাধানে ভূমিকা পালন করবে। সেসব আলেম তাদের মহামূল্যবান সময় থেকে সময় দিয়ে আমাদের সাহায্য করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তাদের উপযুক্ত প্রতিদান দান করেন। আমিন।

হানাফী ফিকহ (Hanafi Fiqh)

Leave a Reply