ফ্রিল্যান্সিং করতে চান? ফ্রিল্যান্সিং করতে যা জানা জরুরি

আপনি কি ফ্রিল্যান্সিং করতে চান? এই প্রশ্নটা যদি কাউকে করা হয়, তাহলে উত্তর হ্যা হওয়ার সম্ভাবনা ৫০% এর বেশি। ফ্রিল্যান্সিং মানে মুক্তপেশা। কারও কাছে কিংবা কোন নির্দিষ্ট স্থানে দায়বদ্ধ না থেকে কাজ করা।

ফ্রিল্যান্সিং আসলে কী জিনিস?

ফ্রিল্যান্সিং মানে মুক্তপেশা। কারও কাছে কিংবা কোন নির্দিষ্ট স্থানে দায়বদ্ধ না থেকে কাজ করা। আর যারা এই কাজ পাইয়ে দেয় তাদেরকে মার্কেট প্লেস বলে। ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ারের মত অনেক মার্কেট প্লেস আছে এই ইন্টারনেট দুনিয়ায়।

অর্থাৎ, বোঝা গেলো, ফ্রিল্যান্সিং মানেও আপনাকে কাজ করতে হবে। এখন আপনি কী কাজ করবেন? বা আপনার কী স্কিল আছে? এরকম নানা প্রশ্ন আসবে থাকবে।

আপনার সামনে দুইটা রাস্তা খোলা। হয় আপনাকে খুজে বের করতে হবে, আপনি কোন সেক্টরে দক্ষ অথবা আপনাকে কোন দক্ষতা অর্জন করতে হবে।

এখন আপনার মাথায় আসতে পারে, আরে ভাই! কী দক্ষতা আমি শিখবো বা আমি কোনটা শিখলে ভালো করবো? এর জন্যে আপনাকে একটু অনলাইনে ঘাটাঘাটি করতে হবে।

এই ঘাটাঘাটি করতেও যদি আপনি পারেন, আপনার জন্যে একটা সমাধান আছে। সেটা হচ্ছে খালিদ ফারহানের ফ্রিল্যান্সিং কোর্স। এখানে বিভিন্ন ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারনা দেয়া হয়েছে এবং কীভাবে স্কিল বিল্ড আপ করা সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।

এখানে কীভাবে ফ্রিল্যান্সাররা কাজ করে ও কাজ পায় তার একটা সম্মক ধারনা পাবেন।। যে স্কিলটা আপনার সাথে যায়, সেটা নিয়ে আরও স্টাডি শুরু করে দিতে পারবে।

যে বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়েছেঃ

  • ইমেইল টেমপ্লেট ডিজাইন
  • কানভা ডিজাইন
  • ইনভিডিও ডিজাইন
  • ইন্সটাগ্রাম মার্কেটিং
  • পিন্টারেস্ট মার্কেটিং
  • লিড জেনারেশন
  • কন্টেন্ট রাইটিং
  • লিংকডইন অপ্টিমাইজেশন
  • স্যোসাল মিডিয়া ম্যানেজিং
  • ফাইভার
  • আপওয়ার্ক
  • মাইক্রোওয়ার্কিং

ফ্রিল্যান্সিং জগতে এসইও একটা বড় ইন্ডাস্ট্রি। এসইও মানে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। অর্থাৎ, যে কাজ গুলো করলে মানুষ সার্চ দিলে গুগলে আপনার কন্টেন্ট খুজে পাবে সেটাই এসইও। আপনি চাইলে খালিদ ফারহানের এই এসইও কোর্সেও ইনরোল করতে পারেন।

অনলাইন জগতে আরেক টা মার্কেট হচ্ছে ফেসবুক এড মার্কেটিং। আপনি যদি অনলাইনে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চান, আপনাকে কাস্টমারদের কাছে পৌছানোর জন্যে ফেসবুকে এড দেয়া লাগবেই। এর জন্য আপনাকে শিখতে হবে মেটা মার্কেটিং।

আপনি চাইলে ফ্রিল্যান্সিং, এসইও, মেটা মার্কেটিং কোর্স একসাথে কিনতে পারেন।

ফ্রিল্যান্সিং করতে চান? ফ্রিল্যান্সিং করতে যা জানা জরুরি

Leave a Reply