শুভ জন্মদিন প্রিন্স মাহমুদ

শুভ জন্মদিন প্রিন্স মাহমুদ। আমার শৈশব‚ কৈশোর‚ যৌবনে যতটুকু গান পড়তে পেরেছি‚ শুনতে পেরেছি তাতে এমন গীতিকার আমি দ্বিতীয়টি দেখিনি। আমি সিডি-এলব্যামের সময় পাইনি‚ গান প্রকাশের তুমুল উন্মাদনা অনুভব করিনি‚ টিফিনের টাকা জমিয়ে সিডি-ক্যাসেট কিনতে হয়নি আমার। আমি যখন গান অনুভব করতে শিখেছি তখন ইউটিউব‚ সুমিরবিডি ডট কম‚ ফিউশনবিডি ডট কম এ প্রায় সব গানই পাওয়া যায়। সিডি-ক্যাসেটে তখন ইচ্ছা করলেই গান শোনা যেত না। ফলে‚ এসবের রঙিন স্মৃতি খুব কম আছে। কিন্তু‚ প্রিন্স মাহমুদ আমার কাছে একটা আস্ত অভিধান আর বিশাল শব্দকোষ। প্রিন্স মাহমুদ আমার কাছে আধুনিক মানুষ‚ পরিনত গীতিকবি।

প্রিন্স মাহমুদ
প্রিন্স মাহমুদ, ছবিঃ ফেসবুক

প্রিন্স মাহমুদের লেখা-সুরে গান শোনেনি এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। জেমসের কণ্ঠে ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’‚ পার্থ বড়ুয়ার কণ্ঠে ‘কেন সেই হৃদয়হীনা ভেঙেছে হৃদয় আমার’‚ আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘কতদিন দেখিনি দু-চোখ’ সব বহু পছন্দের গানে প্রিন্স মাহমুদ জ্বলজ্বল করছে ভীষণ। যেকোনো নির্মম যন্ত্রণায়‚ সুখ-শোকের বারতায় প্রিন্স মাহমুদ শব্দের দেয়ালে আটকে রেখেছেন আমাকে শৈশব থেকে। তখন আমি তৃতীয়/ চতুর্থ শ্রেণিতে।

স্কুলে টপার হওয়ায় স্কুলের অনুষ্ঠানে আমার উদযাপন ছিলো দেখার মতো। তখন বিবর্ণ আস্তিনে মুখের ঘাম মুছে দুই টাকার আইস্ক্রিম হাতে জেমসের কণ্ঠে ‘আমার সোনার বাংলা’ কতবার শুনেছি তার ইয়ত্তা নেই। অসংখ্য অসংখ্যবার। তখন জেমসকে চিনতাম। ওইটুকু ছিলো জানার পরিধি৷ গান লেখা হয়‚ সুর করা হয় এসব নিয়ে কে ভাবে! এভাবেই আমার শৈশব কেটেছে।

অষ্টম শ্রেণিতে চিনলাম প্রিন্স মাহমুদকে। পুরোপুরি নয়‚ অল্প-সল্প। তখন স্কুলের ফাঁকে ছোটন মামার দোকানে সংবাদপত্র পড়তাম। গান নিয়ে এই দোকানে আমার অনেক আলোচনা-স্মৃতি। প্রিন্স মাহমুদকে নিয়ে আস্ত একটা ফিচার পড়েছিলাম প্রথম আলোতে। কী অসামান্য মানুষকে আমি চিনি না অথচ তাঁর গান ছাড়া দিন যায় না আমার! পরের দুই-তিন বছরে মোটামুটি ধারণা পেলাম প্রিন্স মাহমুদের ব্যাপারে। আমার ফেসবুক হলো‚ খুঁজে বের করলাম তাঁকে। চুপচাপ তাঁকে দেখি‚ তাঁর কাজ শুনি‚ বোঝার চেষ্টা করি।

গীতিকারদের আমি ভীষণ শ্রদ্ধার চোখে দেখি। নিজে যা টুকটাক গান লিখি তা প্রিন্স মাহমুদকে অনুসরণ করে। আরও অনেক গীতিকারকে অনুসরণ করলেও প্রিন্স মাহমুদ ছিলেন সর্বপ্রথম প্রিয় গীতিকার
একাদশ – দ্বাদশে পড়াকালীন প্রিন্স মাহমুদকে অনুভব করছি। কাছ থেকে ওনাকে দেখার‚ বোঝার সৌভাগ্য হয়নি আমার। হবে কি-না জানি না।

আমার প্রিন্স মাহমুদ ‚ আমাদের প্রিন্স মাহমুদ বেঁচে থাকুক অমলিন। জন্মদিনে এক পৃথিবী জরাজীর্ণহীন ভালোবাসা পাঠালাম প্রিয় প্রিন্স মাহমুদ।

স্মৃতিচারণ করেছেন, আল শাহারিয়া

আরও পড়ুন

Leave a Reply