ম্যানার শেখার জন্যে আব্দুল হাই সাইফুল্লাহর পরামর্শিত বই

ম্যানার শেখার জন্যে আব্দুল হাই সাইফুল্লাহর পরামর্শিত বই নিয়ে আলোচনা করা হবে। ইসলামে ম্যানার একটা গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক মানুষ হিসেবে সমাজে বাঁচার জন্য অবশ্যই ম্যানার শেখা প্রয়োজন।

মানুষ সামাজিক জীব। তাকে সমাজে বাস করতে হয়। সমাজে নানা ধরনের মানুষের বাস। তাই সমাজে সঠিক ভাবে চলতে গেলে আমাদের সঠিক ম্যানার শেখা প্রয়োজন।

আধুনিকতার ছোয়ায় গা ভাসিয়ে আমরা আমাদের সঠিক ম্যানার থেকে সরে এসেছি। ঢুকে পড়েছি নানা খারাপ জিনিসে। মানুষের সাথে করছি নানা খারাপ ব্যবহার। সমাজ তাই ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।

আমরা যাতে সঠিক ভাবে ম্যানার শিখতে পারি এজন্য শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ কিছু বই পড়ার পরামর্শ দিয়েছেন। এগুলো নিয়ে নিচে আলোচনা করা হল।

ম্যানার শেখার জন্যে আব্দুল হাই সাইফুল্লাহর পরামর্শিত বই

আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ বর্তমানে স্যোসাল মিডিয়ায় একজন জনপ্রিয় ইসলামিক বক্তা। তাঁর সাবলীল ও জীবন ভিত্তিক আলোচনার জন্যে মানুষ তাঁর আলোচনা খুবই মনোযোগ দিয়ে শোনে। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল হাদিস ও ইসলামিক স্ট্যাডিস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি মাসজিদুল জুম’আ কমপ্লেক্সের সম্মানিত খতিবের দায়িত্বে আছেন। উপরে উল্লেখিত বইগুলোর সাজেশন দিয়ে তাঁর ফেরিফাইড ফেসবুক পেজে একটা ভিডিও দিছেন, তাঁর আলোকেই এই বই গুলোর লিস্ট।

ম্যানার শেখার জন্যে আব্দুল হাই সাইফুল্লাহর পরামর্শিত বই

আশা করি, ম্যানার শেখার জন্যে আব্দুল হাই সাইফুল্লাহর পরামর্শিত বই গুলো আপনাদের জীবনকে চলার ক্ষেত্রে আরও সহজ, সুন্দর ও প্রাণবন্ত করে তুলবে।

আরও পড়ুন

Leave a Reply