ময়ূরী আবাসিক এলাকা,খুলনা: ভবিষ্যৎ খুলনার আধুনিক আবাসিক এলাকা

ময়ূরী আবাসিক এলাকা,খুলনা। খুলনার প্রাণকেন্দ্র সোনাডাঙার অদূরে গড়ে ওঠা এক আবাসিক এলাকা। অসাধারণ সব আয়োজনে গড়ে তোলা হচ্ছে এই আবাসিক এলাকা। এখনও এই প্রকল্পের কাজ চলমান।

সোনাডাঙা বাইপাস রোড ও বিশ্বরোডের কোল ঘেষে ৯০ একর জমির উপর গড়ে উঠেছে এই অত্যাধুনিক আবাসিক প্রকল্প। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। বেশ উচ্চ মূল্যেই এখানে প্লট বরাদ্দ দেয়া হয়েছে।

অনেক দিন ধরে কাজ চলার পর ময়ূরী আবাসিক এলাকার রূপ এখন অনন্য। আবাসিক এলাকার ভিতর দিয়ে থাকবে লেক এবং লেকের উপর ব্রিজও আছে। আপনিও হয়তো বা ক্ষণিকের জন্য মিনি হাতিরজিল কল্পনা করতে পারেন।

এখানে দেখা দেখা মিলবে শিশু-কিশোর, কপোত-কপোতি, বুড়ো-বুড়ি সহ হাজারও বয়সের, হাজারও মেজাজের মানুষের। যত সময় যাচ্ছে এর সৌন্দর্য শুধু বাড়ছে।

রয়েছে শুবিশাল লম্বা রাস্তা রাস্তা, আপনি যদি সাইকেল বা বাইক চালাতে চান তবে আপনি এই রাস্তা গুলো বেছে নিতে পারেন। নগর জীবন থেকে একটু সময় বের করে কোন এক বিকেলে যদি ঢু মারেন এখানে, আশা করা যায় আপনার মন সতেজতা পাবে।

লেকের পাশ দিয়ে টাইলস বাধানো পাড়, নানা ধরনের লোকেরা বসে কেউ খোশ-গল্পে মত্ত, কেউ বা প্রেমে আবার কেউ বা ছবি তোলাতে। আর এর উপর আছে সারি সারি লাইটের সারি, একটু অন্ধকার নেমে আসলেই এগুলো জ্বলে উঠবে।

ময়ূরী আবাসিক এলাকা,খুলনা
ময়ূরী আবাসিক এলাকা,খুলনা

ময়ূরী আবাসিক এলাকায় কীভাবে যাবেন?

এটি যেহেতু সোনাডাঙার অদূরে অবস্থিত। তাই প্রথমে আপনাকে সোনাডাঙা বাস স্ট্যান্ড আসতে হবে। এখান থেকে পশ্চিম দিকে বাইপাস সড়ক। এই সড়ক বেয়ে আপনাকে যেতে হবে ময়ূরীতে। আপনি চাইলে হেটেও যেতে পারেন। এখান থেকে যাওয়ার জন্য অটোরিক্সা বা ভ্যান পাবেন। এসব যানবাহন দিয়ে সহজেই যেতে পারবেন ময়ূরীতে।

আরও পড়ুন

Leave a Reply