কাঁচা লিভার খেয়ে ৮০০ কোটি টাকা আয়!

কাঁচা লিভার খেয়ে ৮০০ কোটি টাকা আয়! কথাটা শুনতে বিস্ময়কর লাগলেও ঘটনা সত্য। জানি এখনো খটকা পরিষ্কার হয় নি! মূল গল্পে আসা যাক।

ব্রায়ান জনসন নামে একজন আছে। থাকেন আমেরিকার টেক্সাস শহরে। বলা হয়ে থাকে, যারা প্রকৃত আমেরিকান তারা টেক্সাসে থাকেন। সেখানে অনেক মানুষ চলাচলের জন্যে ঘোড়া ব্যবহার করে।

এ এলাকার লোকজন তাদের পূর্বপুরুষের অনেক নিয়ম কানুন মেনে চলে। ব্রায়ান জনশনও এদেরই একজন। সে দেখলো, আধুনিক পুরুষরা আসলে সে অর্থে পুরুষ থাকছে না। তাদের শরীরে সে অর্থে শক্তি নেই। সে ভাবে কঠিন কাজ পারে না। তাঁর মতে, আসল পুরুষের শক্তি সামর্থ্য বেশি থাকবে, প্রকৃতির কাছাকাছি থাকবে, শিকারী হবে এমন কি কাঁচা মাংশ খেতে পারবে!

যে ভাবা সেই কাজ, শুরু করে দিলেন বিভিন্ন প্রাণীর লিভার সহ কাঁচা অংশ খেতে এবং এগুলো তিনি টিকটিক ও ইন্সটাগ্রামে প্রচার করতে করতে লাগলেন। এসব কাজের জন্য তিনি মোটামুটি ভাইরাল হয়ে গেলেন। তাঁর একটা বিশাল ফ্যানবেইজ দাঁড়ায় গেল বিভিন্ন স্যোসাল মিডিয়ায়।

এবার তিনি আর নিজেকে কাঁচা লিভারের ভিতরে আবদ্ধ রাখলেন না, এই বিশাল ফ্যানবেজকে কীভাবে ব্যবসায় রূপান্তর করা যায়, তা নিয়ে চিন্তা ভাবনা করলেন।

এরপর তিনি তাঁর স্যোসাল প্লাটফর্ম গুলো ব্যবহার করে সাপ্লিমেন্টস বিক্রি শুরু করলেন এই বলে, যদি কেউ কাঁচা লিভার খেতে না চান, তাহলে তাঁর এই সাপ্লিমেন্ট খেয়েও আসল পুরুষ হওয়া সম্ভব। ব্যাপক আকারে বিক্রি শুরু হল এই সাপ্লিমেন্টের।

এই সাপ্লিমেন্ট বিক্রি করে তিনি আয় করেছেন ৮০০ কোটি টাকারও অধিক। এভাবে তিনি কাঁচা লিভার খেয়ে হয়ে উঠলেন লিভার কিং।

কাঁচা লিভার খেয়ে ৮০০ কোটি টাকা আয়!

আরও পড়ুন

Leave a Reply