পুলিশ সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ (Police SI Job Circular 2021) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। স্নাতক পাস করেই আব্দেদন করা যাবে। আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন প্রক্রিয়া শুরু ০৮ অক্টোবর ২০২১ সকাল ১০.০০ টায় এবং আবেদন শেষ ০৪ নভেম্বর ২০২১ বিকাল ০৫টা।
নিয়োগ প্রক্রিয়া হবে দুই ধাপে। শারীরিক ভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পুলিশ সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ
চাকরির ধরনঃ সরকারি
অভিজ্ঞতাঃ দরকার নেই
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ
যোগ্যতাঃ স্নাতক পাশ ও কম্পিউটারে দক্ষতা
পদের নামঃ সাব ইন্সপেক্টর (SI)
বৈবাহিত অবস্থাঃ অবিবাহিত
বয়সঃ ১৯ থেকে ২৭ বছর
শারীরিক যোগ্যতা | পুরুষদের জন্যে | মহিলাদের জন্যে |
উচ্চতা | ৫ ফুট ৬ ইঞ্চি | ৫ ফুট ৪ ইঞ্চি |
ওজন | বয়স অনুযায়ী | বয়স অনুযায়ী |
বুক | স্বাভাবিকঃ ৩২ ইঞ্চি প্রসারণঃ ৩৪ ইঞ্চি | |
চোখ | ৬/৬ | ৬/৬ |
কর্মস্থলঃ পুলিশ
আবেদন মাধ্যমঃ অনলাইন
আবেদনের ওয়েবসাইটঃ http://police.teletalk.com.bd/
আবেদন ফিসঃ (৩০+৩৫০) টাকা, দুই ধাপে
নিয়োগ বিজ্ঞপ্তিঃ এখানে ক্লিক করুন

আরও পড়ুন