“পৃথিবীতে কারো পক্ষে মেধাহীন হওয়া সম্ভব নয়”

পৃথিবীতে কারো পক্ষে মেধাহীন হওয়া সম্ভব নয়। এক সাক্ষাৎকারে, এই কথা বলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক আব্দুল কাফি। মেধা আমরা নিজেদের মত সংজ্ঞায়িত করি। যেটা আসলে ঠিক না।

মেধা নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন আব্দুল কাফি স্যার। স্যার বলেনঃ

“মেধা কথাটা খুব গোলমেলে কথা। পৃথিবীতে যেমন ভাবে কোন কুরূপ লোক নেই তেমনি পৃথিবীতে মেধাহীন লোক অসম্ভব, নেই, হতে পারে না। কাকে মেধা বলছি, এই অনুযায়ী একটা লোক কে মেধাবী বা মেধা নেই এটা বলা যাবে না। ও এইটা বুঝতে পারবে না, ও আরেকটা বিষয় বুঝবে যেটা এ পারবে না। হয়তো এ বিষয় তাঁর মেধা নেই। তাই মেধা নেই এটা হতে পারে না। আমরা এটা বলতে পারি, ওর এই মেধা আছে।

নাক লম্বা সৌন্দর্য্যের লক্ষ্মণ, চোখ বড় সৌন্দর্য্যের লক্ষ্মণ, গাল ফর্সা সৌন্দর্য্যের লক্ষ্মণ, এইটা একটা ভুল কথা।

পৃথিবীতে কোন মানুষের পক্ষে অসুন্দর হওয়া সম্ভব নয়, যদি সে মানুষ হয়। ঠিক তেমনি পৃথিবীতে কারো পক্ষে মেধাহীন হওয়া সম্ভব নয়, যদি সে মানুষ হয়।

খেলার নিয়ম তৈরি করে দিয়ে বলছি, এটা মেধা। ও তো খেলা পারবে না তো ওকে আনছিস কেন এই খেলায়? আমি দাবা খেলা পারি না, আমাকে দাবা খেলায় বসিয়ে বলছো, তুমি বোকা। আমি যে গান গাইতে পারি, তুই তাইলে গান গাইতে আয়। এখানে এসে দেখ, আমার মেধা আছে কি-না?”

"পৃথিবীতে কারো পক্ষে মেধাহীন হওয়া সম্ভব নয়" - আব্দুল কাফি
আব্দুল কাফি

আরও পড়ুন

Leave a Reply