ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। আবেদন শেষ ০৭ অক্টোবর ২০২১।
আপনি যদি এসএসসি পাশ করেই সরকারি চাকরি করতে আগ্রহী হন, তাহলে এটা আপনার জন্য একটা সূবর্ণ সুযোগ। দেশ সেবায় ব্রতী হয়ে যোগ দিতে পারেন বাংলাদেশ পুলিশে।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ
চাকরির ধরনঃ সরকারি
অভিজ্ঞতাঃ দরকার নেই
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সেনাবাহিনী
যোগ্যতাঃ এসএসসি পাশ
মোট পদঃ জেলা ভিত্তিক
পদের নামঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল
বৈবাহিত অবস্থাঃ অবিবাহিত
বয়সঃ ১৮ থেকে ২০ বছর
শারীরিক যোগ্যতা | পুরুষদের জন্যে | মহিলাদের জন্যে |
উচ্চতা | ৫ ফুট ৬ ইঞ্চি | ৫ ফুট ৪ ইঞ্চি |
ওজন | বয়স অনুযায়ী | বয়স অনুযায়ী |
বুক | স্বাভাবিকঃ ৩১ ইঞ্চি প্রসারণঃ ৩৩ ইঞ্চি |
কর্মস্থলঃ পুলিশ
আবেদন মাধ্যমঃ অনলাইন
আবেদনের ওয়েবসাইটঃ http://police.teletalk.com.bd/trc/home.php
আবেদন ফিসঃ ১০০০ টাকা
নিয়োগ বিজ্ঞপ্তিঃ এখানে ক্লিক করুন

আরও পড়ুন