Nayyar Shaikh এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস শিখুন কোডিং ছাড়াই

Nayyar Shaikh একজন ওয়েব ডেভেলপার। তিনি ইউটিউবে বিভিন্ন থিমের কাস্টমাইজেশন ভিডিও তৈরি করেন, একেবারে কোডিং ছাড়াই।

এই তথ্য-প্রযুক্তির যুগে ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট ছাড়া ইন্টারনেটে কিছুই করা যায় না। স্বাভাবিক ভাবে কোডিংয়ের সাহায্যে ওয়েবসাইট তৈরি করা অনেক কষ্টসাধ্য ও ব্যয়বহুল।

ওয়েবসাইট তৈরি করা জনপ্রিয় সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। যার সাহায্যে কোন প্রকার কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করা সম্ভব।

কিন্তু এজন্য আপনাকে কাস্টমাইজেশন জানতে হবে। আর এই কাজ টা সম্পূর্ণ বিনামূল্যে করে যাচ্ছেন Nayyar Shaikh নামের একজন ভারতীয় ইউটিউবার।

সব ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি করা সম্ভব। এর জন্যে দরকার ওয়েবসাইট অনুযায়ী থিমস এবং প্লাগিন।

Nayyar Shaikh কী করেন তাঁর ইউটিউব চ্যানেলে?

নাইয়্যার শেখ মূলত তাঁর ইউটিউবে বিভিন্ন ধরনের থিম কাস্টমাইজেশন শেখান। তাঁর অধিকাংশ থিম থিমফরেস্ট থেকে নেয়া। আপনি তাঁর টিউটোরিয়াল দেখে ব্লগ, ই-কমার্স, জব লিস্টিং, ডিরেক্টরি, মাল্টিভেন্ডর সহ নানা ধরনের ওয়েবসাইট আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন। বিষয়টা এমন না যে, আপনাকে পেইড থিম বা প্লাগিন কিনতে হবে। অনেক ফ্রি থিমস ও প্লাগিনের সাহায্যেও ওয়েবসাইট তৈরি করা হয়েছে এসব টিউটোরিয়ালে।

একজনের যদি ওয়েবসাইট সম্পর্কে ধারণাও না থাকে, সে যদি টিউটোরিয়াল গুলো মনোযোগ নিয়ে দেখে তাহলে খুব সহজেই একটা সাইট তৈরি করে ফেলতে পারবে।

এসব শেখাতে অনেক প্রতিষ্ঠান অনেক টাকা নেয়। আপনি চাইলে এখান থেকে ফ্রিতেই শিখতে পারবেন।

এখানে কিছু ভিডিও দেয়া হল। আপনি চাইলে তাঁর অন্যান্য ভিডিওগুলো তাঁর চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন।

১. ফ্রি রিসোর্স (থিমস ও প্লাগিনস) দিয়ে ব্লগ তৈরি

২. ফ্রি রিসোর্স (থিমস ও প্লাগিনস) দিয়ে অনলাইন শপ তৈরি

নাইয়্যার শেখের ইউটিউব চ্যানেল

Nayyar Shaikh

আরও পড়ুন

Leave a Reply