টেক

উইন্ডোজ ১১ তে নতুন কী কী পরিবর্তন আসলো?

উইন্ডোজ ১১ বাজারে নিয়ে এসে রীতিমত চমক ধরিয়ে দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। নতুন কী কী আসলো এই উইন্ডোজে? তার উত্তরে এ আয়োজন।

মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল উইন্ডোজ ১০ এর পর আর উইন্ডোজের আর নতুন কোন নাম্বারিক ভার্শন আসবে না। শুধু উইন্ডোজ ১০এ আপডেট আসবে। কিন্তু সে কথা ভেঙে তারা পরিচয় করে দিচ্ছে নতুন উইন্ডোজ ১১ কে।

উইন্ডোজ ১১ তে যে পরিবর্তন আসছে

উইন্ডোজ ১১ তে বেশ কিছু পরিবর্তন আসছে। এগুলো নিয়ে আমরা নিচে আলোচনা করবো।

  • উইন্ডোজ-১১ এর সবচেয়ে বড় পরিবর্তন রিডিজাইন। উইন্ডোজের ইন্টারফেস পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে, ইউআইতে একটা ট্রান্সপারেন্ট লুক। টাস্কবার চলে এসেছে মাঝ বরাবর, সেটা এর দিন বামপাশে ছিল। মূলত তারা সব কিছুই মাঝখানে নিয়ে এসেছে। এখন বেটা ভার্শন স্বত্ত্বেও এটা খুবই স্ট্যাবল।
  • আরেক টা যে পরিবর্তন এসেছে উইন্ডোজ-১১ য়ে, সেটা হচ্ছে গেমারদের জন্যে। মূলত সবচেয়ে বেশি গেম খেলা হয় এই উইন্ডোজে। প্রোগ্রামারও প্রচুর গেমিং এপ্লিকেশন তৈরি করেছে উইন্ডোজ বেইজড। এবার উইন্ডোজ ১১ এ Auto HDR থাকবে। যেটা গেমিং পারফরমেন্স আরও বুস্ট করবে। সুতরাং, যারা গেমার আছে তাদের জন্য এটা একটা বিরাট সুসংবাদ ।
  • এটা একটা খুবই এক্সক্লুসিভ পরিবর্তন। এখন থেকে আর এন্ড্রোয়েড এপ ব্যবহারের জন্য থার্ড পার্টি এপ (যেমনঃ ব্লু স্টক) ব্যবহার করা লাগবে না। উইন্ডোজ থেকেই এটা ব্যবহার করা যাবে। কিন্তু সরাসরি, .apk চলবে না উইন্ডোজে। এর জন্যে স্টোর থেলে Amazon App Store ইন্সটল করে, তারপর এখান থেকে এপ ইন্সটল করতে হবে। গেমারদের জন্যেও এটা একটা বিরাট সুযোগ। অনেকে এন্ড্রোয়েড এপ পিসিতে খেলতে চান। তাদের আশা এবারে কিছুটা হলে পূর্ণ করতে পারবে এই নতুন উইন্ডোজ।
  • উইন্ডোজ ১১ তে থাকবে বিল্ট-ইন টিম। এর মাধ্যমে মিটিং আরও স্মুথ হবে ব্যবহারকারীদের জন্যে। টিম জুমের মতে একটা এপ, যেটা মাইক্রোসফটের তৈরি।
ছবিঃ মাইক্রোসফট

উইন্ডোজ ১১ ব্যবহার করতে কম্পিউটারের কী কী যোগ্যতা থাকতে হবে?

  • এটা হার্ডওয়্যার জনিত ইস্যু। কম্পিউটারে বিল্ড-ইন TPM 2.0 থাকতে হবে। আপনার কম্পিউটারে বিল্ড-ইন TPM 2.0 আছে কিনা জানার জন্যে Run গিয়ে tpm.msc টাইপ করে Enter চাপলেই বোঝা যাবে বিল্ড-ইন TPM 2.0 আছে কি-না। আধুনিক প্রায় সব কম্পিউটারেই আছে এটা, ভাববার কোন কারণ নেই এটা নিয়ে!
  • এছাড়া কম্পিটারে Fast Boot অপশন Disable থাকলে Enable করে দিতে হবে।
  • কম্পিউটারে কমপক্ষে ৪(চার) জিবি র‍্যাম থাকতে হবে এবং হার্ড ডিক্সে ৬৪ জিবি স্পেস ফাকা রাখতে হবে।

আরও পড়ুন

wzaman

Recent Posts

Safety measures for Heatwaves – Dr. Md. Abdur Rakib

Bangladesh is experiencing a heatwave and extreme weather. Today's highest temperature reached 42.6°C in Jashore…

2 weeks ago

Workaholism বা কর্মে আসক্তি  – আল শাহারিয়া

Workaholism হলো মানুষের এমন এক স্বভাব যার উপকারী এবং অপকারী উভয় দিকই বিদ্যমান। এর উপর…

4 weeks ago

ওস্তাদে WZAMAN প্রোমো কোড ব্যবহারে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট

ওস্তাদে WZAMAN প্রোমো কোড ব্যবহার করলেই পাবেন ২০% থেকে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট। ফলে আপনার শেখার…

3 months ago

মেডুসা: গ্রিক মিথোলজির এক কালো অধ্যায় – আল শাহারিয়া

গ্রিক মিথোলজি অনুসারে, মেডুসা একসময় একজন অত্যন্ত সুন্দর নারী ছিলেন যিনি এমন এক সর্পকেশী দানবীতে…

1 year ago

রূপম ইসলামের জন্মদিনে লিখলেন আল শাহারিয়া

রূপম ইসলাম (Rupam Islam) নামটা শুনলেই রক্তের উথাল-পাথাল টের পাওয়া যায়। কথা‚ সুর আর গায়কীর…

1 year ago

সর্বকালের সেরা সুপারভিলেন: হিথ লেজার – আল শাহারিয়া

একজন সুপারভিলেন যিনি সুপারহিরোদের চেয়েও বেশি ভালোবাসা,সম্মান পায় তিনিই হিথ লেজার।অনেকেই "The Dark Knight-2008" চলচিত্রটি…

1 year ago

This website uses cookies.