সেলফিন ব্যবহারে কিছু চার্জ প্রযোজ্য লেনদেনে। কোথায় কোথায় সেলফিন চার্জ প্রযোজ্য তা নিয়েই আমাদের আলোচনা।
সেলফিন ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা অনলাইন ওয়ালেট সেবা। এই সেলফিন একাউন্ট ব্যবহার করে ব্যাংক একাউন্ট সহজে নিয়ন্ত্রণ তথা বিভিন্ন প্রকার লেনদেন সম্পন্ন করা যায়।
কীভাবে সেলফিন একাউন্ট খুলবেন? – জানুন এখান থেকে
সেলফিন ব্যবহার করে আপনি ব্যাংকে না গিয়ে অনলাইনে একাউন্ট খুলতে পারবেন। এরকম নানাবিধ সুযোগ সুবিধা আছে সেলফিনে। তবে কিছু কিছু অল্প কিছু চার্জ রয়েছে।
সেলফিন চার্জ
লেনদেনের ধরণ | চার্জ |
সেলফিন ব্যালেন্স দেখা | ফ্রি |
এড মানি ইসলামী ব্যাংকের একাউন্ট থেকে বা ডেবিট কার্ড থেকে | ফ্রি |
এড মানি ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে(খিদমাহ কার্ড) | ০.৭%+ভ্যাট |
এড মানি অন্য ব্যাংক থেকে | ২% |
এড মানি এম ক্যাশ(mCash) থেকে | ১% |
সেলফিন একাউন্ট থেকে অন্য সেলফিন একাউন্টে | ফ্রি |
ব্যাংক একাউন্ট থেকে ব্যাংক একাউন্ট | ৫ টাকা |
ফান্ড ট্রান্সফার(NPSB) | ০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত) |
ফান্ড ট্রান্সফার(EFT) | ০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত) |
টাকা উত্তোলন এটিএম থেকে | ফ্রি |
রেমিটেন্স গ্রহণ | ফ্রি |
পেমেন্ট | ফ্রি |

আরও পড়ুন