ডায়নামিক ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড নিন ফ্রিতেই

ডায়নামিক ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড নিন ফ্রি কীভাবে নেয়া যায়, সে বিষয় নিচে আজকের আলোচনা।

আমরা ইন্টারন্যাশনাল লেনদেন ও ফেসবুক কিংবা গুগলে বুস্ট করার জন্যে ডলার প্রয়োজন হয়। সেই রকম একটা ফ্রি ডুয়াল কারেন্সি কার্ড যদি পাওয়া যায়, তাও ডায়নামিক(যেটায় টাকাকে ডলারে কনভার্ট করা লাগে না) তাহলে তো আরও মজার।

এই সুবিধাটি দিচ্ছে ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সেলফিন। এজন্য আপনার একটা সেলফিন একাউন্ট ও পাসপোর্ট থাকতে হবে।

সেলফিন একাউন্ট যদি না থাকে, তবে কীভাবে খুলবেন তা বিস্তারিত দেখুন এখানে

ডায়নামিক ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড নিন ফ্রিতেই

এবার আপনাকে সেলফিনে লগইন করতে হবে। লগইন এর পর আপনাকে যেতে হবে FAQ এ। এখানে ক্লিক করলে ডুয়াল কারেন্সি করার অপশন পাবেন। ওখানে আপনার সেলফিন নাম্বার ও পিন দিন(যদি চায়)। এর পর আপনার ফোনে একটা ওটিপি আসবে, ওটা ওখানে প্রবেশ করালে আপনার প্রাথমিক ডায়নামিক ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড এর আবেদন শেষ।

আরও পড়ুন    অনলাইনে বাসা খুঁজুন ও ভাড়া দিন খুব সহজে

ডায়নামিক ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড নিন ফ্রিতেই

এরপর অন্তত একদিন পর আপনি আপনার নিকটস্থ ব্রাঞ্চে যান আপনার মেয়াদযুক্ত পাসপোর্ট নিয়ে। বলে রাখা ভাল, আপনার পাসপোর্টে যে অংশে আপনার ছবি আছে ও আপনার বিস্তারিত আছে, সে অংশের একটা ফটোকপি নিয়ে যাবে। এই পাতা গুলো পর পর থাকে বলে এক পেজেই ফটোকপি করা সম্ভব।

ব্রাঞ্চে গিয়ে যারা সেলফিন কার্যক্রম পরিচালনা করে তাদের আপনি বলবেন যে, আপনি আপনার সেলফিনকে ডুয়াল কারেন্সিতে কনভার্ট করতে চান। আপনার সেলফিনে ভার্চুয়াল মাস্টারকার্ড ও ভার্চুয়াল ভিসা কার্ড থাকবে, অনেকের যে কোন একটা আছে। আপনি যে কোন কার্ডে (ভিসা কিংবা মাস্টারকার্ড) পাসপোর্ট এন্ডোর্স করাতে পারেন। সাধারণত এক বছরের জন্যে দিবে। যদি বলে বাড়ানো যায়, মেয়াদ বাড়িয়ে নিবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে, একবারে একাধিক বছরের জন্য এন্ডোর্সমেন্ট করানো যাবে। বিস্তারিত দেখুন

আরও পড়ুন Shikho Discount Promo Code: শিখোতে পাচ্ছেন ৫০% মূল্য ছাড়

Leave a Reply