নতুন প্রজন্মের শ্রোতার স্মৃতিতে জেমস

২ অক্টোবর ছিল নগর বাউল খ্যাত জেমসের জন্মদিন। আসল নাম ফারুক মাহফুজ আনাম। আজ এই রকস্টারকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তরুণ কবি আল শাহারিয়া।

কার জন্মদিন আজ? বাংলাদেশের সবচেয়ে বড়ো রকস্টারের জন্মদিন আজ। অবিসংবাদিত এক রকস্টার। যার স্টেজে দাঁড়িয়ে একটা শব্দ উচ্চারণ না করেও গান শেষ করার ক্ষমতা রয়েছে। যার গান আপামর জনতা থেকে আর্বান মানুষ সবার ঠোঁটের ডগায়।

নতুন প্রজন্মের শ্রোতার স্মৃতিতে জেমস
জেমস/ছবিঃ বায়েজিদ ওয়াহিদ

সে বহু আগের কথা‚ আমার বয়স তখন ৭-৮ হবে। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আমার নাম ঘোষনা হতো টপার হিসাবে। আমাকে নিয়ে মাতামাতির শেষ ছিল না আমার বন্ধুদের। কিন্তু‚ জেমস্ এর গান যখন উচ্চ শব্দে বাজানো হতো… সে এক আলাদা মাদকতা! আমাকে নিয়ে মাতামাতি ছিল খণ্ডকালীন। গান শুরু হলেই সবাই যেন কই হারিয়ে যেত। অন্য এক জগতে। সব বয়সের‚ সব মেজাজের‚ সব টেস্টের মানুষের কাছে কয়জন পৌঁছাতে পারে?! হ্যাঁ‚ জেমস্ পেরেছে। খুব ভালো করে পেরেছে। শহরের মানুষ যেমন জেমস্-কে চেনে‚ অজপাড়াগাঁয়ে থেকে আমার শৈশবে আমিও জানতাম জেমস্ বলে কেউ একজন আছেন। সবাই গুরু বলে। এক নামে তাকে সারাদেশ চেনে।

আমরা আসলে সিডি-ক্যাসেটের যুগ পাইনি। আমাদের সময়ে অনেক ওয়েবসাইটে গান পাওয়া যেত। আমার মনে আছে, আমার একটি নোকিয়া মোবাইল ছিল। তখন বানিয়াখালীতে থাকি। বাসায় অতোটাও ইন্টারনেট স্পিড পেত না। পাশে টাওয়ারের পাশে গিয়ে গান ডাউনলোড করে আনতাম। সিডি-ক্যাসেটের যুগে যেমন অনেক শ্রোতা অনেক পাগলামি করেছে তেমনই এসব পাগলামিও একটা প্রজন্ম করেছে। মিউজিক ভিডিয়োর যুগে জেমস্ এর গান এলে বোধহয় এতদিন টিকে যেত না। অনেক ভালো গানই তো আসে দেখি‚ আকাশচুম্বী জনপ্রিয় হয় আর ক’দিন পর হারিয়ে যায়। কিন্তু‚ জেমসের প্রথম এলব্যাম অনন্যা এখনও কত শ্রোতার কাছে এভারগ্রিন। আমার বিশেষভাবে মনে আছে অনন্যা গানটি আসিফ ইকবালের লেখা। আরেকজন মানুষের কথা না বললেই নয়— তিনি প্রিন্স মাহমুদ। নামটাই যথেষ্ট। জানেন আপনারা তাদের কথা। তাদের কাজ সম্পর্কে কিছু বলার নেই। কিচ্ছু না।

জেমস্ এর জনপ্রিয়তায় ভাটা পড়েনি কখনও। কিন্তু‚ ইদানীং তাকে নিয়ে চর্চা কম লক্ষ্য করছি। আসলে মানুষ এখন বিনোদনের জগৎ(গান) নিয়ে মাতামাতি অনেকটাই কমিয়ে দিয়েছে। পরিচিত শিল্পী হলে তার গান একটু শেয়ার করছে‚ প্রশংসা করছে। পরবর্তী প্রজন্ম একটু কমই বোধহয় জেমস্-কে শুনছে। গানে নিয়মিত না হলে এটা হওয়া স্বাভাবিক।
সবশেষে বলতে চাই‚ তাকে কোনো আন্তর্জাতিক কিংবদন্তির সাথে তুলনা করা ভুল হবে। তিনি নিজেই কিংবদন্তি। তিনি মাহফুজ আনাম জেমস্। একটা গোটা এরা। সুস্থ-সুন্দর জীবন কামনা করি তার।

যোগাযোগ -আল শাহারিয়া
আল শাহারিয়া

আরও পড়ুন

Leave a Reply