নোবেল পুরস্কার ২০২১ পেলেন যারা

নোবেল পুরস্কার ২০২১ (Nobel Prize 2021) ঘোষণা করা হয়েছে। প্রতি বছর ৬টি বিষয়ের উপর এই পুরস্কার দেয়া হয়। বিষয় গুলো হলঃ

  1. সাহিত্য
  2. শান্তি
  3. পদার্থবিজ্ঞান
  4. রসায়ন
  5. চিকিৎসা বিজ্ঞান
  6. শান্তি

বিজ্ঞানী আলফ্রেড নোবেল এর অর্থায়নে পুরস্কার চালু করেন। ১৯০১ সালে থেকে মানবজাতির কল্যাণে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার চালু হয়েছে। প্রথমে ৫টি বিষয়ের উপর দেয়া হত। পরবর্তীতে অর্থনীতি যুক্ত হয়েছে।

নোবেল পুরস্কার ২০২১ পেলেন যারা

১. সাহিত্য

নামদেশউল্লেখযোগ্য বই
আব্দুলরাজাক গুরনাহতানজানিয়াপ্যারাডাইস, বাই দ্য সি, ডিসার্শন

২. শান্তি

নামদেশ
মারিয়া অ্যাঞ্জেলিতা রেসা ফিলিপাইন
দিমিত্রি মুরাতভরাশিয়া

৩. পদার্থবিজ্ঞান

নামদেশ
স্যুকুরো মানাবেজাপান
ক্লাউস হাসেলমানজার্মানি
জর্জিও পারিসিইতালি

৪. রসায়ন

নামদেশ
বেনিয়ামিন লিস্টজার্মানি
ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলানযুক্তরাজ্য

৫. চিকিৎসা বিজ্ঞান

নামদেশ
ডেভিড জুলিয়াসযুক্তরাষ্ট্র
আরডেম পাতাপোশিয়ানলেবানন

৬. অর্থনীতি

নামদেশ
ডেভিড কার্ডকানাডা
জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট যুক্তরাষ্ট্র
গুইডো ডব্লিউ ইমবেনসনেদারল্যান্ডস
নোবেল পুরস্কার ২০২১

আরও পড়ুন

Leave a Reply