নাদির অন দ্য গো: ভ্রমণ ও ইতিহাসের মেল বন্ধন

নাদির অন দ্য গো (Nadir On The Go) ভ্রমণ বিষয়ক এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল। নাদিরের ভ্রমণ ও দারুণ উপস্থাপনা দর্শককে মাতিয়ে রাখে।

ভ্রমণ ভালবাসে না, এমন লোক হয়তো কমই পাওয়া যাবে। নানা সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা সব জায়গায় চাইলেও যাইতে পারি না।

কিন্তু যখন ভ্রমণের ভিডিও বই পড়ি তখন যেন কল্পনায় সেখানে চলে যাই। ফেসবুক ও ইউটিউবের নানা ভ্রমণের নানা ছবি ও ভিডিও দেখে আমরা মুগ্ধ হই। সীমাবদ্ধতা কাটিয়ে অনেক সময় চলে যাই সেসব জায়গায়।

বর্তমানে ইউটিউবে ভ্রমণ বিষয়ক ভ্লগিং অনেকেই করছে। কেউ শখের বসে আর কেউ প্রফেশনাল ভাবে।

নাদির অন দ্য গো

বাংলা ভাষায় ভ্রমণ বিষয়ক যেসব ইউটিউব চ্যানেল আছে তাদের মধ্যে অন্যতম “নাদির অন দ্য গো”। এই চ্যানেলের কর্ণধার নাদির বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই ভ্লগিং করেন।

তাঁর সিনেমাটোগ্রাফি দারুণ। নাদিরের সব থেকে ভাল গুণ হচ্ছে কোন জায়গায় ভ্লগিং করার আগে ঐ জায়গা সম্পর্কে অনেক স্টাডি করে। দারুণ সব দৃশ্য উপভোগের পাশাপাশি ঐ স্থান টা সম্পর্কে ঐতিহাসিক নানা সব তথ্য পাবেন নাদিরের ভিডিওতে।

মনে করেন, নাদির তুর্কিতে গেছে। সেখানে কোন জায়গার বর্ণনা করছেন, আপনার মনে হবে আপনি সেই অটোম্যান আমলে আছেন।

নাদিরের এ পর্যন্ত বহু জায়গা ভ্রমণ করেছেন। এর মধ্যে তুরস্ক, মেক্সিকো, গুয়াতেমালা, হাওয়াই, ইতালি মধ্য প্রাচ্য, ইউরোপ আমেরিকার নানা জায়গা ইত্যাদি অন্যতম। বাংলাদেশের ঢাকা ও কক্সবাজার নিয়ে তাঁর অসাধারণ ভিডিও আছে। সার্ফিং নিয়েও নাদিরের ভিডিও আছে।

ইউটিউব চ্যানেল লিংকঃ

  1. বাংলা চ্যানেল
  2. ইংরেজি চ্যানেল
নাদির অন দ্য গো

আরও পড়ুন

Leave a Reply