নোবেল পুরস্কার ২০২২ পেলেন যারা

নোবেল পুরস্কার ২০২২ পেলেন যারা তাদের নিয়েই আজকের আলোচনা। মানব জাতির উন্নতিতে যারা কাজ করেন, তাদের মধ্যে শ্রেষ্ঠদের এই পুরস্কার দেয়া হয়।

নোবেল পুরস্কার এর ইতিহাস

এই পুরস্কার বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেল নামানুসারে দেয়া হয়। মূলত তাঁর রেখে যাওয়া তহবিল থেকেই এই পুরস্কারের অর্থের যোগান দেয়া হয়। আলফ্রেড নোবেল ডিনামাইট নামক বোম আবিস্কার করেন, যেটার মাধ্যমে তিনি প্রচুর অর্থ কামিয়েছিলেন। ১৮৯৬ সালে আলফ্রেড নোবেল মারা যান এবং ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেয়া শুরু হয়।

প্রথমে সাহিত্য, শান্তি, চিকিৎসা, পদার্থ, রসায়ন এই পাঁচটি বিষয়ে দেয়া হলে পরবর্তীতে এর সাথে অর্থনীতি যোগ হয়ে এখন মোট ছয়টি বিভাগে এই পুরস্কার দেয়া হয়।

নোবেল পুরস্কার ২০২২ পেলেন যারা

বিষয়নামদেশ
সাহিত্যআনি এরনোফ্রান্স
শান্তিঅ্যালেস বিয়ালিয়াৎস্কিবেলারুশ
মেমোরিয়াল(সংগঠন)রাশিয়া
সেন্টার ফর সিভিল লিবার্টিস(সংগঠন)ইউক্রেন
চিকিৎসাসাভান্তে পাবোসুইডেন
পদার্থঅ্যালাইন অ্যাসপেক্টফ্রান্স
জন এফ ক্লজারআমেরিকা
অ্যান্টন জেলিঙ্গারঅস্ট্রিয়া
রসায়নক্যারোলিন আর বার্তোজিআমেরিকা
মর্টেন মেলডালডেনমার্ক
কে. ব্যারি শার্পলেসআমেরিকা
অর্থনীতিবেন এস বার্নানকেআমেরিকা
ডগলাস ডব্লিউ ডায়মন্ডআমেরিকা
ফিলিপ এইচ ডিবভিগআমেরিকা

আরও পড়ুন

Leave a Reply