Shikho Discount Promo Code নিয়ে আমাদের আজকের আয়োজন। এখানে যে প্রমোকোডটি দেয়া সেটি ব্যবহার করলেই শিখোর প্রতিটি কোর্সেই ৫০% মূল্য ছাড়।
শিখো বাংলাদেশের উঠতি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে একটি। তারা কিছু দিন আগে একটা ইন্টারন্যাশনাল ফান্ডিং পেয়েছে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্যে।
এদেশে অনলাইন শিক্ষা কার্যক্রমে বর্তমানে এগিয়ে আছে ১০ মিনিট স্কুল। শিখোও এগিয়ে যাচ্ছে দারুন গতিতে।
বাংলাদেশের জন্যে এটা একটা দারুন বিষয়। ইন্টারনেটের বদৌলতে পালটে যাচ্ছে শিক্ষার নানা উপকরণ ও কৌশল। শিখো নানা ধরনের কোর্স রয়েছে।
এর মধ্যে এসএসসি, এইচএসসি শিক্ষার্থীদের জন্যে রয়েছে বিষয় ভিত্তিক কোর্স ও নানা বিষয়ের এনিমেটেড কোর্স। এই এইমেটেড কোর্স গুলো শিক্ষার্থীদের থিওরির পাশাপাশি বাস্ততের কিছুটা অনুভব দিবে।
এছাড়া শিখোতে রয়েছে নানা ধরনের স্কিল কোর্স। যেমনঃ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইমেইল লেখা, রিজিউমি লেখা সহ নানা ধরনের কোর্স।
আরও পড়ুন → Toleter.com: অনলাইনে বাসা খোঁজা ও ভাড়া দেয়ার ডিজিটাল মাধ্যম
আপনি যে কোর্সেই ইনরোল করার সময় যদি নিচের প্রমোকোড টি ব্যাবহার করেন, তাহলে প্রদত্ত মূল্য থেকে অর্ধেক দামে অর্থাৎ, ৫০% মূল্য ছাড়ে কোর্সটি কিনতে পারবেন।
Shikho Discount Promo Code
শিখোর বিভিন্ন কোর্সের লিংক
