এসএসসি রেজাল্ট ২০২২(SSC Exam Result 2022) | রেজাল্ট যেভাবে দেখবেন

এসএসসি রেজাল্ট(SSC Exam Result 2022) হয়তো ইতোমধ্যে(২৭ নভেম্বর) প্রকাশিত হয়ে গেছে। কীভাবে রেজাল্ট দেখবেন তার বিস্তারিত নিচে দেয়া হলো।

এসএসসি রেজাল্ট ২০২২(SSC Result 2022) | রেজাল্ট যেভাবে দেখবেন

করোনার কারণে এবছর এসএসসি পরীক্ষা দেরিতে অনুষ্ঠিত হয় এবং সংক্ষিপ্ত সিলেবাসেই হয়। রেজাল্ট দেখতে হলে আপনি দুইটা পদ্ধতি অনুসরণ করতে পারেন। একটা হলো এসএমএস পদ্ধতি আরেকটা হলো অনলাইন পদ্ধতি।

এসএসসি রেজাল্ট ২০২২(SSC Result 2022) অনলাইনে দেখার উপায়

  • অনলাইনে দেখতে হলে আপনার রোল ও রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকা লাগবে।
  • এর পর আপনাকে educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে।
  • এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার রেজাল্ট দেখতে পাবেন।

এসএসসি রেজাল্ট ২০২২(SSC Result 2022) এসএমএস এর মাধ্যমে দেখার উপায়

SSC <space> First Three Letter of Board <space> Roll <space>2022 এবং পাঠিয়ে দিয়ে হবে 16222 নাম্বারে।

একটা উদাহরণ দেয়া যেতে পারে এসএমএস এরঃ

SSC DHA 123456 2022

আপনার নিকট টেলিটক নাম্বার থাকলে সেটা দিয়ে এসএমঅএস পাঠাবেন, তাহলে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, অন্য অপারেটরেও রেজাল্ট পাওয়া যাবে। তবে মাঝে মাঝে কিছু দেরি হতে পারে।

সরাসরি যশোর বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২২(SSC Result 2022) দেখুন

আপনি যদি যশোর বোর্ডের হন, সরাসরি এই ঠিকানায় যেয়ে আপনার রোল ইনপুট দিন। তাহলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। লিংকঃ jessoreboard.gov.bd/resultjb/

এসএসসি রেজাল্ট ২০২২(SSC Result 2022) | রেজাল্ট যেভাবে দেখবেন

আরও পড়ুন শিখো প্রোমো কোড: যেকোন কোর্সে পেয়ে যান ৫০% ডিসকাউন্ট!

Leave a Reply