এবার শহরের কুরবানীর গোশত যাবে প্রত্যন্ত গ্রামে

এবার শহরের কুরবানীর গোশত যাবে প্রত্যন্ত গ্রামে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে। এদেশে ধনীক-শ্রেণি বেশি বসবাস করে শহুরে অঞ্চলে। ফলে স্বাভাবিক ভাবে শহরে গ্রামের তুলনায় কুরবানী বেশি হয়।

শহরে সঠিক বন্টনের অভাবে অনেকে গোশত একাধিক বার পায় অনেকে পায় না। শহরের তুলনায় গ্রামে কুরবানীর সংখ্যা নগণ্য। গ্রামের মানুষ বেশি গরীব হওয়ায় ও কুরবানীর সংখ্যা কম হওয়া তারা ভাগে গোশত খুবই কম পায়। আবার অনেক গরীব মানুষ গোশত সংগ্রহ করে বিক্রি করে দেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের এবারের উদ্যোগ এই বৈমষ্য হয়তো কিছুটা কমে আসবে। ফলে, গ্রামের অসহায় দরিদ্র জনগণও শহুরে মাংশ খেতে পারবে। এতে হয়তো তাদের আনন্দ বহুলাংশে বৃদ্ধি পাবে।

আপনি চাইলে আপনার গোশতও গ্রামে বিতরণ করতে পারবেন। এক্ষেত্রে আপনি আস-সুন্নাহ ফাইন্ডেশনের আফতাবনগর অফিসে দিয়ে আসতে পারেন।

গোশত প্রদানে আগ্রহী হলে গুগল ফরমটি পূরণ করুন: https://forms.gle/VRnBncxrBeugMufJ9

যোগাযোগ: 01408405060

আপনি না পারলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা আপনার বাসা থেকে গোশত সংগ্রহ করবে। আশা করি, এই মহৎ উদ্যোগে আপনিও সামিল হবেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশন এদেশের নানা কল্যাণকর কাজে নিয়োজিত আছেন। দাওয়াহ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ কর্ম করে থাকে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

শহরের কুরবানীর গোশত যাবে প্রত্যন্ত গ্রামে গিয়ে গ্রামের মানুষের ঈদের আনন্দ আরও বেড়ে যাক!

এবার ঢাকার কুরবানীর গোশত যাবে প্রত্যন্ত গ্রামে

আরও পড়ুন

Leave a Reply