বাংলাদেশের টেক ইউটিউবারদের দখল কিন্তু ইউটিউবে একেবারেই কম নয়। বাংলা ভাষার বাংলাদেশী সেরা কিছু টেক ইউটিউবার দের নিয়ে আজকের আয়োজন।
বর্তমানে ইউটিউব পৃথিবীর সেরা ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। এখানে যে কেউ যে কোন বিষয়ে অবদান রাখতে পারেন। বাংলাদেশের ইউটিউবারও বিভিন্ন সেক্টরে কাজ করে থাকেন ইউটিউবে।
আজ আমরা টেক সম্পর্কিত চ্যানেল বা ব্যক্তিদের নিয়ে আলোচনা করবো।
টেক ইউটিউবার কারা?
যারা সাধারণত টেকনোলজি নিয়ে কাজ করেন, তাদের কে আমরা টেক ইউটিউবার বলি। আসলে তো টেকনোলজির ব্যপ্তি অনেক। অনেকে টেক বিষয়ক টিউটোরিয়াল বানায়, অনেকে ফোন, ল্যাপটপ বা বিভিন্ন ধরনের গ্যাজেটস রিভিউ করে, অনেকে টেকনোলজি সম্পর্কিত তথ্য শেয়ার করে। এভাবে নানা উপ সেক্টর মিলিয়েই টেক সেক্টর।
বাংলাদেশের টেক ইউটিউবার
১. এটিসি এন্ড্রোয়েড টো টো কোম্পানী (ATC Android ToTo Company)
নামটা বেশ মজার না! এটা কিছু তরুণ মিলে পরিচালনা করে। আসলে এই চ্যানেলটি নাম অনুসারেই কাজ করে। মূলত তারা এন্ড্রোয়েড ফোন গুলো বেশি রিভিউ করে। অর্থাৎ, এন্ড্রোয়েড দুনিয়ায় তাদের টো টো করে বেড়ানো কাজ। তাই বলে শুধু তারা এন্ড্রোয়েড এর ভিতর সীমাবদ্ধ থাকে না, রিভিউ করে নানা ধরনের গ্যাজেটস, মোবাইল, ল্যাপটপ সহ নানা ধরনের তথ্য প্রযুক্তির উপাদান।
এটিসির রিভিউ গুলো যথেষ্ট মান সম্পন্ন। এখানকার সবচেয়ে পরিচিত মুখ আশিকুর রহমান তুষার। তার সাবলীল উপস্থাপনা নজর কাড়ে বেশির ভাগ মানুষের। আপনি যদি কোন গ্যাজেটস, মোবাইল বা এ ধরনের জিনিস কিনতে চান নিশ্চিতে দেখতে পারেন এটিসির রিভিউ।
এটিসির চ্যানেল লিংক
সাবস্ক্রাইবারস | 1.33M |
ভিডিও সংখ্যা | 620 |
মোট ভিউজ | 149M |
২. সোহাগ৩৬০ (Sohag360)
এটা বাংলাদেশে টেক ইউটিউবিং এর অন্যতম পথিকৃত ইউটিউব চ্যানেল বললে ভুল হবে না। এই চ্যানেল টি পরিচালনা করেন সোহাগ মিয়া যিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। সোহাগ মিয়ার সোহাগ৩৬০ দেখে অনেকে ইউটিউবিং শুরু করেছে, যারা এ সেক্টরে অনেকেই সফল।
এইখানেও চ্যানেলের নাম একটা অর্থ বহন করে। সোহাগ মিয়া হয়তো তার চ্যানেল টিকে কোন সীমানায় রাখতে চাননি। এজন্য হয়তো তিনি ৩৬০।
সোহাগ মিয়া প্রথমে টিউটোরিয়াল বিষয়ক ভিডিও বেশি করতেন। কিভাবে নতুন ইউটিউব খোলা যায়, কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়, কীভাবে একটা লোগো ডিজাইন করা যায়, এভাবে টেক দুনিয়ার নানাবিধ খুটিনাটি বিষয়ক টিউটোরিয়াল করতেন।
পরবর্তীতে তিনি বিভিন্ন গ্যাজেটস, মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদির রিভিউ শুরু করেন। এই জায়গাতেও তিনি দারুন ভাবে সফল।
সোহাগ৩৬০ চ্যানেলের লিংক
সাবস্ক্রাইবারস | 1.24M |
ভিডিও সংখ্যা | 291 |
মোট ভিউজ | 59.4M |
৩. রিয়েল টেক মাস্টার (RealTech Master)
এই চ্যানেলটা পরিচালনা করেন মাহফুজ আলম। অনলাইনে অনেকে ভুয়া তথ্য দিয়ে নিজেকে টেক মাস্টার দাবি করেন। এজন্য হয়তো মাহফুজ আলম নিজেকে নিজেকে রিয়েল টেক মাস্টার বলে পরিচয় করাতে চেয়েছেন।
অন্যান্য গতানুগতিক টেক চ্যানল থেকে এটি একটু ভিন্ন প্রকৃতির। গ্যাজেট বা ফোন রিভিউয়ের পাশাপাশি এই চ্যানেল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এনআইডি, পাসপোর্ট, সিম, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নাগরিক জীবনের বিভিন্ন টেক সমস্যা নিয়ে আলোচনা করে থাকে। ফলে এটি টেক ইউটিউবিং-এ অন্য একটা মাত্রা যোগ করেছে।
রিয়েল টেক মাস্টার চ্যালেনের লিংক
সাবস্ক্রাইবারস | 748K |
ভিডিও সংখ্যা | 959 |
মোট ভিউজ | 49.6M |
৪. রাতুল ওসমান (Ratul Osman)
রাতুল ওসমান তার নিজের নামেই ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এই টেক ইউটিউবার। এক্ষেত্রে তিনি হয়তো সেলফ ব্রান্ডিংয়েরস উপর জোর দিছেন, যেটা কিন্তু আমাদের বর্তমান মার্কেটিং দুনিয়ায় খুব গুরুত্বপূর্ণ। তিনি মূলত স্মার্টফোন রিভিউ করেন ও বিভিন্ন স্মার্টফোনের উপর তুলনামূলক বিশ্লেষণ করেন। এছাড়াও তিনি মাঝে মাঝে বিভিন্ন গ্যাজেটসেরও রিভিউ করে থাকেন।
সাম্প্রতিক কালে রাতুল ওসমান বেশ জনপ্রিয় হয়ে উঠছেন।
রাতুল ওসমান এর চ্যানেল লিংক
সাবস্ক্রাইবারস | 235K |
ভিডিও সংখ্যা | 293 |
মোট ভিউজ | 16.5M |
৫. টেকভার্স (techverse.)
টেকভার্স বাংলাদেশের একটি দ্রুত বর্ধনশীল ইউটিউব চ্যানেল। পরিচালনা করেন আকিব রাজ। আকিব রাজ প্রথমে এটিসি এন্ড্রোয়েড টো টো কোম্পানী তে ছিলেন। পরে আলাদা হয়ে টেকভার্স তৈরি করেন, যেটাও অনেক জয়প্রিয়তা পেয়েছে। এই চ্যানেলে মূলত স্মার্টফোন রিভিউ, গ্যাজেট রিভিউ ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি করে আপলোড দেয়া হয়।
টেকভার্স চ্যানলের লিংক
সাবস্ক্রাইবারস | 119K |
ভিডিও সংখ্যা | 123 |
মোট ভিউজ | 5.45M |

এই যে উপরে কিছু টেক ইউটিউবার দের নিয়ে আলোচনা করলাম, এটা আমার নিতান্ত ব্যক্তিগত ধারণা। আমার সাথে আপনার ধারণা নাও মিলতে পারে! এটা কাকতালীয় না, এটা খুবই স্বাভাবিক বিষয়। ফলে, কোন স্মার্টফোন বা গ্যাজেটস কিনতে হলে আপনাকে অবশ্যই নিজে দায়িত্বে কিনতে হবে। আপনি শুধু এসব চ্যানেল থেকে ধারণা নিতে পারেন। দিন শেষে সিদ্ধান্ত আপনার।
বিঃদ্রঃ সব চ্যানেলের ভিডিও, সাবস্ক্রাইবারস ও ভিউজ বাড়তেই থাকবে।