কিডস ইংলিশঃ বাচ্চারাও এখন ইংরেজি বলবে সাবলীল ভাবে

বাংলাদেশের অন্যতম সেরা অনলাইন এডুকেশন প্লাটফর্ম নিয়ে এসেছে বাচ্চাদের জন্য কিডস ইংলিশ কোর্স, যা আপনার সোনামণিদের ইংরেজি শেখায় আরও এক ধাপ এগিয়ে নেবে।

বর্তমান বিশ্বে ইংরেজি শেখার কোন বিকল্প নেই। আমরা সেই প্রাথমিক শ্রেণি থেকে ইংরেজি শিখে আসছি। কিন্তু একটা পরিণত বয়সেও আমরা ইংরেজি বলতে বা লিখতে পারি না।

আমরা ভাবি, যে জিনিসে নম্বর নেই সে জিনিস পড়ে কি লাভ! ফলে শেখা থেকে আমরা দারুণ ভাবে পিছিয়ে।

Get a .COM for just $5.98!

কারণ আমরা ছোট থেকেই একটা বিষয়ের উপরই নজর দিয়েছি, সেটা হল নম্বর। নম্বরের পিছনে ছুটে অনেক কিছুই শেখা হয়ে ওঠে না।

আমাদের উচিৎ, বাচ্চা বয়সেই শেখার দিকে নজর দেয়া। এসব দিক বিবেচনা করে টেন মিনিট স্কুল নিয়ে বাচ্চাদের ইংরেজিতে কথা বলার অনলাইন কোর্স ‘কিডস ইংলিশ’।

এই কোর্স করার মাধ্যমে আপনার সোনামণি ইংরেজিতে আরও দক্ষ হয়ে উঠবে। বাচ্চা বয়স থেকে তাদের ভীত আরও শক্ত হবে। এই কোর্সের ইন্সট্রাকটর হলেন মুনজেরিন শহীদ। যিনি ঘরে বসে স্পোকেন ইংলিশ বই ও কোর্সেরও ইন্সট্রাকটর।

ইতিমধ্যে অনেক বাচ্চা এই কোর্সে ইনরোল করে ফেলেছে। আপনার যদি ছোট্ট সোনামণি, ভাই-বোন, ভাগ্নে-ভাগ্নি, কাজিন, ভাইপো-ভাইজি থাকে, তাদেরও ভর্তি করিয়ে দিতে পারেন এই কোর্সে। এই বয়স থেকেই তারা দক্ষ হয়ে উঠবে ইংরেজি বলায়।

কিডস ইংলিশ

কিডস ইংলিশ

আরও পড়ুন

Leave a Reply