ফেসবুক রিয়্যাকশন সংখ্যা হাইড করার উপায়

ফেসবুক রিয়্যাকশন চালু করেছে কয়েক বছর আগে। আগে শুধু লাইন করার অপশন ছিল। পরে লাইক সহ আরও কিছু রিয়্যাকশন ফেসবুক যোগ করেছে। রিয়্যাকশন গুলোর মধ্যে রয়েছে লাইক, লাভ, ওয়াও,হাহা, রাগান্তিত ইত্যাদি।

ইচ্ছে করলেই যে কেউ মোট কত গুলো রিয়্যাকশন দিছে তা দেখতে পারতো এত দিন। কিছু দিন আগে এই রিয়্যাকশন নাম্বার হাইড করা বা গোপন করার ক্ষমতা ব্যবহার কারীদের দিয়ে দিয়েছে।

এখন চাইলে যে কেউ নিজের পোস্টের মোট রিয়্যাকশন তা যদি অন্যদের দেখাতে না চায়, তাহলে সে এটা করতে পারবে। ডিফল্ট ভাবে আগের নিয়মই চালু আছে।

ফেসবুক রিয়্যাকশন সংখ্যা হাইড করার উপায়

ফেসবুক রিয়্যাকশন হাইড করার উপায়

নিচের স্টেপগুলো ফলো করুন

Setting & Privacy → Setting → Profile Setting → News Feed Setting → Reaction Preferences → Hide number of reactions → On Your Post (on/off)

এই স্টেপ গুলো ফলো করে আপনি আপনার রিয়্যাকশন নাম্বার হাইড করতে পারবেন। সমস্যা হলে নিচের ভিডিওটা দেখতে পারেন।

আরও পড়ুন

Leave a Reply