এসএসসি ১৫ই সেপ্টেম্বর এবং এইচএসসি নভেম্বরে শুরু

এসএসসি ১৫ই সেপ্টেম্বর এবং এইচএসসি নভেম্বরে শুরু হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা জানিয়েছেন।

করোনার প্রাদুর্ভাবে শিক্ষা কার্যক্রম পিছিয়ে গেছিলো। এরপর ১৯শে জুন এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঐ সময়ে দেখা যায় সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা। ফলে, এসএসসি ও সমমান পরীক্ষা আর শুরু করা যায় নি।

তখন বলা হয়েছিল, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। অবশেষে পরীক্ষার তারিখ ঘোষণা করা হল। আগস্টে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বন্যার আশঙ্কায় একেবারে সেপ্টেম্বরে তারিখ দেয়া হয়েছে।

যেহেতু এসএসসি পরীক্ষার সাথে এইচএসসি পরীক্ষা নির্ভরশীল। তাই, এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে। সাধারণত, এসএসসি পরীক্ষা হওয়ার ৬০ দিন পর এইচএসসি শুরু হয়। কিন্তু এবার ৪৫ দিন পর শুরু করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী সূত্রে জানানো হয়।

এইসব নানা সময়ে তারিখ পেছানোর ফলে শিক্ষার্থীরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তারিখ পরিবর্তনের ফলে তারা লেখাপড়ায় মনোযোগ হারাচ্ছেন। কিন্তু, পরিস্থিতি তাদের মেনে নিতে হচ্ছে।

এখন বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ এলাকায় নতুন বই তুলে দেয়া হবে। কারণ, অনেক এলাকায় বন্যার কারণে বই খাতা ক্ষতি গ্রস্থ হয়েছে।

এসএসসি ১৫ই সেপ্টেম্বর এবং এইচএসসি নভেম্বরে শুরু
Photo: Mahmud Hossain Opu

আরও পড়ুন

Leave a Reply