পেপ্যাল কি তাহলে চালু হচ্ছে বাংলাদেশে?

পেপ্যাল কি তাহলে চালু বাংলাদেশে? ইন্টারনেট দুনিয়ায় এই কথাটির ভালই চর্চা হচ্ছে। বাংলাদেশের ফ্রিল্যান্সিং কমিউনিটির অনেক দিনের দাবি থাকলেও এখনও বাংলাদেশে চালু হয়নি পেপ্যাল।

পেপ্যাল নিয়ে মাঝে মধ্যেই এমন নিউজ শোনা যায় যে, পেপাল চালু হবে বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পেপ্যাল চালুর ব্যাপারে কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তার কথা অনুযায়ী ডিসেম্বরে চালু হতে পারে পেপাল বাংলাদেশে।

পেপ্যাল কী?

পেপ্যাল হচ্ছে আন্তর্জাতিক একটা পেমেন্ট মাধ্যম। এটার মাধ্যমে অর্থ আদান প্রদান করা যায় অনলাইনে। বর্তমানে পেপ্যালের মালিকানা ইবের।

আজকের পেপ্যাল গঠনে কাজ করছেন এক ঝাক প্রযুক্তিবোদ্ধারা। তাদের কে পরবর্তীতে পেপ্যাল মাফিয়া বলা হয়। জেনে নেয়া যাক সেইসব পেপ্যাল মাফিয়াদের গল্প

পেপাল আসলে চালু হবে বা হবে না, এসব বিষয় নিশ্চিত হতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে পেপাল চালু হওয়া পর্যন্ত। যত চালু না হচ্ছে ততদিন চালু হবে এই আশা নিয়েই হয়তো বা থাকবে হবে।

পেপ্যাল

আরও পড়ুন

Leave a Reply