শীঘ্রই আল শাহারিয়া’র কথায় ‘একলা পথিক’ ও ‘বদ্ধ খাঁচা’ শিরোনামে নতুন দুইটি গান মুক্তি পেতে চলেছে।
আল শাহারিয়া একজন তরুন উঠতি লেখক। তিনি একাধারে কবি, গীতিকার ও গল্পকার হিসাবে কাজ করেছেন। নাগরিক জীবন এবং ব্যান্ড ধাঁচের গান থেকে প্রভাবিত এই লেখক গান লেখা ছাড়াও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে লেখালেখি করেন। তবে গীতিকার হিসাবে তিনি এই দু’টি গান দিয়েই আত্মপ্রকাশ করতে চলেছেন।
‘একলা পথিক’ ও ‘বদ্ধ খাঁচা’ দুইটি গানেরই সুরকার হায়দার ইকবাল। এবং দুটি গানই গেয়েছেন এস এস নাইম। বদ্ধ খাঁচা গানটিতে মিউজিক কম্পোজার হিসাবে আছেন তাহান খান তানিম। এবং একলা পথিক গানটিতে মিউজিক কম্পোজ করেছেন এ.এস. আরেফিন সজল।
দুইটি গানই মিউজিক ভিডিয়ো হিসাবে অনলাইন প্লাটফর্মে মুক্তি পাবে। N entertainment ইউটিউব চ্যানেল এবং Spotify সহ অন্যান্য মিউজিক প্লাটফর্মে পাওয়া যাবে গান।
গীতিকবি হিসাবে আত্মপ্রকাশের অনেক আগেই তার কবি হিসাবে আত্মপ্রকাশ হয়েছে। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ “এই রক্তজবা তোমার আমার” ২০২০ সালে অনলাইন প্রকাশনা প্লাটফর্ম “বইটই”- এ প্রকাশিত হয়।

গীতিকবি হিসাবে প্রথম আত্মপ্রকাশ সম্পর্কে জিজ্ঞাসায় তিনি বলেন‚ “প্রথম কাজ হিসাবে আমি বেশ উচ্ছ্বাসিত আবার চিন্তিত। যা কিছু হচ্ছে তা অভিজ্ঞতার খাতায় জমা পড়ছে। ব্যাপারটা মজার। প্রথমে হয়তো মুক্তি পাবে ‘একলা পথিক’ গানটি৷ তারপর ‘বদ্ধ খাঁচা’। পরের গানটি নিয়ে আমি বেশি আগ্রহী। নিজের মতো করে লিখেছিলাম ওটা। ওই গানটার সাথে যুক্ত প্রত্যেকটা মানুষের বিশেষ প্রশংসা পেয়েছি। শ্রোতাদের মন্তব্যের অপেক্ষায় আছি এখন। আর‚ ‘একলা পথিক’ গানটা লেখার পর প্রিয় হয়েছে। লেখার সময় নিজের মতো লিখতে পারিনি এটা। আমি আসলে এই ফোক ধারার মানুষ নয়। কিন্তু‚ পরবর্তীতে সুরে তোলার পর এই গানটিও আমার ভীষণ ভালো লেগে গেল।
আর যে ব্যক্তির কথা না বললেই নয়, তিনি হায়দার ইকবাল। ওনার সাথে আলাপ না হলে হয়তো গীতিকার হিসাবে আত্মপ্রকাশ করতে আমার আরও কয়েকবছর লেগে যেত।”
জয় প্রকাশ মণ্ডল
যোগাযোগ ও সাংবাদিকতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন