ভেঙে ফেলো সভ্যতার এ্যান্টিক গ্লাস -আল শাহারিয়া

ভেঙে ফেলো সভ্যতার এ্যান্টিক গ্লাস কবিতা তরুণ কবি আল শাহারিয়া এর লেখা। লেখা নিচে দেয়া হল।

ভেঙে ফেলো সভ্যতার এ্যান্টিক গ্লাস
আল শাহারিয়া

ধর এ্যান্টিক গ্লাস ভেঙে কোনো জলপ্রপাত
ছুঁয়ে দিলো তোর শাশ্বত ঠোঁট‚ আমার প্রসিদ্ধ আঙুল‚
সব নিষিদ্ধ চুমুর অশালীন প্রবৃত্তি।
ছুঁয়ে দিলো হৃদয় স্যারের বিজ্ঞানশিক্ষা‚
মুখ চেপে রাখা স্বাধীনতার অ্যালগরিদম
আর সাইনবোর্ডে লেখা গণতান্ত্রিক রূপকথা
তবে কি গ্লাস ভাঙার দায়ে মুক্তি দিবি আমায়?

ধর সভ্যতার অন্ধগলি জাপটে ধরলো আমাকে
নুয়ে পড়লো ফুল-পাখি-পাতা আমার মৃত্যু-শোকে
যদি পোড়ে শেষ মেঘটুকু ওই বৃদ্ধ সবিতায়
আসে মহামারি তোকে লেখা চিঠি আর কবিতায়
তবে কি শ্রমিকের ঘামে মিলবে কম দামে
ওই ক্ষুধার্ত শিশুর আহার?

১০.০৪.২০২২

ভেঙে ফেলো সভ্যতার এ্যান্টিক গ্লাস -আল শাহারিয়া

আরও পড়ুন

Leave a Reply