যোগাযোগ -আল শাহারিয়া

যোগাযোগ কবিতা তরুণ কবি আল শাহারিয়া রচিত কবিতা। আশা করি কবিতাটি ভাল লাগবে।

যোগাযোগ
-আল শাহারিয়া

এসো নির্মম সভ্যতার নির্জন এই দ্বীপে।
আমার শরীর ছুঁয়ে ছুটে যাও দিগ্বিজয়ের উন্মাদনায় ওই কৈলাস মানসসরোবরে।
তুমি শেষবার যখন দিক পাল্টে নেওয়া পরিচিত বাতাস হয়ে আমাকে আষ্ঠেপৃষ্ঠে আলিঙ্গন করেছিলে তখন ভরা পূর্ণিমা। আকাশে চাঁদ উঠেছিল।
এরপর আর চাঁদ, রাত, জোনাকির সাথে সংসার জমেনি আমার।
কি বলছি ভাবি না‚ কি লিখছি জানি না; শুধু একটা অনুভূতি অন্তঃপুরে পুষে চলেছি প্রতিক্ষণ‚ তোমাকে ভালোবাসার আগে ও পরে তোমার মতো ভালো আমি কাউকে বাসতে পারিনি কোনোদিন।

আমার যাযাবর আর ভীষণ বেয়াড়া দর্শনে সাজানো এই জীবনে কী অবলীলায় তুমি ফুটিয়েছো রক্তকমল‚ আহত হৃদয়ে এঁকেছো অজস্র মেঘফুল… ভাবলেই আমি শিউরে উঠি, নতজানু হয়ে যাই তোমার সহ্যশক্তি এবং একাগ্রতার কাছে!

দেখি মহাশূন্য এসে জমা হয় তোমার চোখে। তুমি হেসে উড়িয়ে দাও যত আদিগন্ত ব্যথা-বিষাদের ছায়া। আমি পারি না৷ আমি কেবল ভালো থাকি তোমাকে দেখে। উষ্ণতার দিনে তোমার চোখের তুষারকণা আমাকে এনে দেয় শীতাতপ নিয়ন্ত্রিত দিনের মতো স্বস্তি। তোমার চোখের কালোয় আমি হারিয়েছি পথ বহুবার। আমি তোমার মধ্যেই ভেঙেচুরে অজস্রবার নতুন করে আবিষ্কার করেছি নিজের অবয়ব।

আমাদের দূরত্ব বেড়েছে। বহুদিন হয় তোমাকে আমি ছুঁয়ে দেখি না। কথার ফাঁকে, চলার মাঝে হাত চেপে ধরি না। তবু, মনে হয় আছি পাশাপাশি। যতটা দূরে আছি তার চেয়েও কাছাকাছি। শেষবার সাক্ষাতের পরেও তোমার সাথে আমার দেখা হয়েছে বহুবার। এই তো শব্দের আড়ালে তোমাকে আঁকতে গিয়ে আবার আমাদের দেখা হলো, কথা হচ্ছে। হতে থাক নিশিদিন…

২৭.০৯.২০২১

যোগাযোগ -আল শাহারিয়া
কবি

আরও পড়ুন

Leave a Reply